দেশ-বিদেশ নিউজ ডেস্ক : বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার গোল্ডেন গ্লোবের ৮১তম আসরের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। আর এ বছর মনোনয়নে চালকের আসনে মার্গট রবির ‘বার্বি’ এবং সিলিয়ান মারফির ‘ওপেনহাইমার।’ সর্বাধিক ক্যাটাগরীতে মনোনয়ন পেয়েছে সিনেমা দুটি। গোল্ডেন গ্লোব ২০২৪-এ সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল) ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে বার্বি।
সঙ্গে আছে এমা স্টোনের পুর থিংস, আমেরিকান ফিকশনস, হোল্ডভার, মে ডিসেম্বর এবং এয়ার।
সেরা চলচ্চিত্র (ড্রামা) ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ওপেনহাইমার। এ ক্যাটাগরীতে আরো লড়বে কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন, মায়েস্ট্রো, পাস্ট লাইভস, দ্য জোন অফ ইন্টারেস্ট, অ্যানাটমি অফ এ ফল।
সেরা চলচ্চিত্র (বিদেশী ভাষা) ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে অ্যানাটমি অফ এ ফল, আইও ক্যাপিটানো, পাস্ট লাইভস, সোস্যাইটি অফ দ্য স্নো এবং দ্য জোন অফ ইন্টারেস্ট।
সেরা অভিনেতার (ড্রামা) ক্যাটাগরীতে মনোনয়ন পেয়েছেন সিলিয়ান মারফি, লিওনার্দো ডিক্যাপ্রিও, ব্র্যাডলি কুপারের মতো অভিনেতারা। ‘মিউজিক্যাল/কমেডি’ বিভাগে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছে নিকোলাস কেজ, টিমোথি চালামেট, ম্যাট ড্যামন, হোয়াকিন ফিনিক্স-এর মতো অভিনেতা।
সেরা অভিনেত্রীর (ড্রামা) বিভাগে মনোনয়ন পেয়েছেন অ্যানেট বেনিং, লিলি গ্লাডস্টোন, সান্ড্রা হুলারের মতো অভিনেত্রী। ‘মিউজিক্যাল/কমেডি’ বিভাগে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন মার্গট রবি, এমা স্টোন, জেনিফার লরেন্সের মতো অভিনেত্রীরা।
সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেয়েছেন ক্রিস্টোফার নোলান, গ্রিটা গারউইগ, ইয়োর্গস ল্যান্থিমোস, ব্র্যাডলি কুপার, মার্টিন স্করসেজি এবং সেলিন সং।
সেরা স্ক্রিনপ্লে বিভাগে মনোনয়ন পেয়েছে বার্বি এবং ওপেনহাইমার উভয় চলচ্চিত্র। ‘সিনেম্যাটিক এবং বক্স অফিস এচিভমেন্ট’ বিভাগেও মনোনয়ন পেয়েছে সিনেমা দুটি। এছাড়াও আরো বেশ কয়েকটি ক্যাটাগরীতে মনোনয়নের মাধ্যমে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে বার্বি এবং ওপেনহাইমারের। গোল্ডেন গ্লোব ২০২৪-এর ৮১তম আসরের অনুষ্ঠানটি সিবিএস-এ সরাসরি সম্প্রচারিত হবে ২০২৪ সালের ৭ জানুয়ারী। রাত ৮ থেকে ১১ টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। শোটি প্যারামাউন্ট প্লাস-এ স্ট্রিম হবে এবং সিবিএস অ্যাপে উপলভ্য হবে পরবর্তীতে।