1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
গুরু জেমস’র আজ জন্মদিন - DeshBideshNews
November 24, 2024, 12:49 pm
 

গুরু জেমস’র আজ জন্মদিন

  • Update Time : Sunday, October 2, 2022
  • 116 Time View

দেশবিদেশ নিউজ ডেক্সঃ-

১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্মগ্রহণ করেন জেমস পুরো নাম ফারুক মাহফুজ আনাম তার বেড়ে ওঠা চট্টগ্রামে।তার বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী, যিনি পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।বাবার সঙ্গে গান নিয়ে অভিমান করে বাড়ি ছেড়ে চলে যান ।সংগীতের নেশায় ঘর ছেড়ে পালিয়ে যান চট্টগ্রামের আজিজ বোর্ডিং নামক একটি বোর্ডিং-এ সেখানে থেকেই তার সংগীতের ক্যারিয়ার শুরু হয়।১৯৮০ সালে প্রতিষ্ঠা করেন ‘ফিলিংস’ নামক একটি ব্যান্ড।

জেমস নিজেই ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও ভোকালিস্ট ছিলেন।১৯৮৭ সালে তার প্রথম অ্যালবাম ‘ষ্টেশন রোড’ প্রকাশ পায়।এরপর একে একে ১৯৮৮ সালে ‘অনন্যা’  ১৯৯০ সালে ‘জেল থেকে বলছি’ ১৯৯৬ ‘নগর বাউল’, ১৯৯৮ সালে ‘লেইস ফিতা লেইস’, ১৯৯৯ সালে ‘কালেকশন অফ ফিলিংস’ অ্যালবামগুলো ফিলিংস ব্যান্ড থেকে বের হয়।এছাড়াও জেমসের অন্যান্য অ্যালবামগুলো হল নগর বাউল থেকে ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলি’ ‘পালাবি কোথায়’, ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘ঠিক আছে বন্ধু’, ‘আমি তোমাদেরই লোক’, ‘জনতা এক্সপ্রেস’, ‘তুফান’, ‘কাল যমুনা’ ।

জেমস চলচ্চিত্রে প্লেব্যাক করে বেশ সফলতা অর্জন করেন ‘দেশা দ্য লিডার’, ‘সত্তা’ ছবির জন্য গান করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান তিনি।জেমসের জনপ্রিয়তা শুধু দেশে নয় আর্ন্তজাতিক পরিমণ্ডলেও ব্যাপক জনপ্রিয় নগরবাউল ব্যান্ডের এই তারকা। পাশের দেশ কলকাতাতেও সেই নব্বই দশক থেকে একটি প্রজন্ম বেড়ে উঠেছে, গান করেছে তাকে অনুসরণ করে। বলিউডেও বেশ সুনাম অর্জন করেছেন বাংলার এই কিং গানের পাশাপাশি হিন্দি গানে কণ্ঠ দিয়েও জয় করেছেন লক্ষ লক্ষ ভক্ত শ্রোতার হৃদয় ‘ভিগি ভিগি’, ‘চল চলে’ এবং ‘আলবিদা’,‘বেবাসি’ [ওয়ার্নিং] গানগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

গুরুর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ