1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
হবিগঞ্জে মজুরি বৃদ্ধির দাবিতে ২৪ চা বাগানে কর্মবিরতি... - DeshBideshNews
November 26, 2024, 5:38 pm
 

হবিগঞ্জে মজুরি বৃদ্ধির দাবিতে ২৪ চা বাগানে কর্মবিরতি…

  • Update Time : Tuesday, August 9, 2022
  • 254 Time View

হবিগঞ্জের চুনারুঘাট থেকে নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জে মজুরি বৃদ্ধির দাবিতে ২৪ চা বাগানে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করছেন চা শ্রমিকরা। আজ মঙ্গলবার থেকে আগামী ৩ দিনের মধ্যে তাদের মজুরি বাড়ানোার বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসলে শুক্রবার থেকে তারা পূর্ণদিবস কর্মবিরতি পালনে করবেন।

সোমবার লস্করপুর চা বাগানে ২৪টি চা বাগানের শ্রমিকদের এক সমাবেশে এমন ঘোষণা দেন চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল।

তিনি বলেন- চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি দীর্ঘদিনের। প্রতি বছর মজুরি বাড়ানোর কথা থাকলেও গত ৩ বছর ধরে মজুরি বাড়ানো হচ্ছে না। এ অবস্থায় বর্তমান বাজারে দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে চা শ্রমিকের মজুরি ৩০০ টাকায় উন্নীত করার দাবিতে আজ মঙ্গলবার থেকে হবিগঞ্জের চুনারুঘাটের ২৪ চা বাগানে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে। ৩ দিনের মধ্যে তাদের দাবি না মানা হলে দেশের সব বাগান একসঙ্গে বন্ধ করে দেওয়া হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।

সোমবার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, লস্করপুর ভ্যালির সভাপতি অনিরুদ্ধ বাকতির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২৪টি চা বাগানের পঞ্চায়েত সভাপতি, ভ্যালীর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ