দেশ-বিদেশ নিউজ ডেস্ক : হজযাত্রীদের বিমান ভাড়া দেড় লাখ টাকা নির্ধারণের সুপারিশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে আসন্ন হজের ব্যয় বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। বিশেষ করে হজযাত্রীদের বিমান ভাড়া এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা নির্ধারণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়।
আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানী। বৈঠকে কমিটি সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, জিন্নাতুল বাকিয়া, মোসা. তাহমিনা বেগম ও রত্না আহমেদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, বৈঠকে ‘আসন্ন হজ-২০২৩’-এর কার্যক্রম নিয়ে আলোচনাকালে হজে ব্যয় বৃদ্ধির বিষয়টি উঠে আসে। আলোচনাকালে গত পাঁচ বছরে হজযাত্রীদের বিমান ভাড়া ধারাবাহিকভাবে বাড়লেও এবারের বৃদ্ধিটা অস্বাভাবিক বলে মন্তব্য করেন কমিটির সদস্যরা।
এর আগে ২০১৭ সালে এই ভাড়া ছিল এক লাখ ১৮ হাজার টাকা, ২০১৮ ও ২০১৯ সালে ছিল এক লাখ ২৮ হাজার টাকা, ২০২০ সালে ছিল এক লাখ ৩৮ হাজার টাকা, ২০২২ সালে ছিল এক লাখ ৪০ হাজার টাকা। সেই ভাড়া বাড়িয়ে চলতি বছরের জন্য এক লাখ ৯৭ হাজার ৯৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। যা কমিয়ে দেড় লাখ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
এদিকে বৈঠকে হজযাত্রীদের চিকিৎসার জন্য যে মেডিক্যাল টিম পাঠানো হয় সেখানে হার্ট, অ্যাজমা ও ডায়াবেটিস রোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের অন্তর্ভুক্তির জন্য বলা হয়েছে। এ ছাড়া হজযাত্রীদের সহায়তার জন্য সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির কাজকে দ্রুত শেষ করার সুপারিশ করা হয়েছে।