নিজস্ব প্রতিনিধি : সিলেট জেলা’র ফেঞ্চুগঞ্জ উপজেলা’র ঘিলাছড়া ইউনিয়নে ৪ জুন দিবাগত রাতের ভারি বৃষ্টিতে উঁচু টিলা ধ্বসে কয়েকটি বাড়ি ঘর মাটিচাপা পড়েছে! এতে কয়েক লক্ষ্য টাকার কয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
তার মধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা’র ঘিলাছড়া ইউনিয়নের উত্তর আশিঘর গ্রামের ছায়াদ আলী ও আব্দুল কাদিরের ঘর সহ আশিঘর গ্রামের আরও কয়েকটি এবং নিজ ঘিলাছড়া ইছাখ পুর গ্রামের অরুণ চন্দ্র দে’র বাড়ি সহ আরও কয়েকটি ঘর ভেঙে কয়েক লক্ষ্য টাকার কয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
ফেঞ্চুগঞ্জ উপজেলা’র ঘিলাছড়ায় উচু টিলা ধ্বসে কয়েকটি বাড়ি ঘর ভেঙে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক খুজ খবর নিতে এবং তাদেরকে সান্ত্বনা দিতে তাদের বাড়িতে চলে যান ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সদস্য, জমিরুন নেছা স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি, ফিজা এন্ড কোং মাইজগাঁও শাখার স্বত্বাধিকারী- সমাজসেবক সাইফুল ইসলাম মনা।
এসময় উপস্থিত ছিলেন- এটিএন বাংলা চ্যানেল’র সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জখন, মোঃ রসিব আলী, শোয়েব আহমদ চৌধুরী, শেখ আদরিছ আলী, রুকন আহমদ চৌধুরী, মিছবাহ আহমদ কাজল, আনোয়ার হোসেন, আলাল মিয়া- প্রমূখ।