1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
সাভারে ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন - DeshBideshNews
November 27, 2024, 12:58 pm
 

সাভারে ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • Update Time : Tuesday, August 30, 2022
  • 108 Time View
সাভারে ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সাভারের আশুলিয়ায় অবৈধভাবে নেওয়া ৫ শতাধিক আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন ডিসট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ (তিতাস)। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার ধনাইদ, গোরাট ও ইউসুফ মার্কেট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে এসব সংযোগ বিচ্ছিন্ন করেন সাভার তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন ডিসট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম।

তিনি বলেন, এ এলাকায় এর আগেও একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিচ্ছিন্নের পর একটি অসাধু চক্র আবারও নিম্ন মানের পাইপ ও ফিটিংস ব্যবহার করে সংযোগ প্রদান করেন। খবর পেয়ে আজ আবার অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় দুই কিলোমিটার স্থানে ৫ শতাধিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে পাইপ, রাইজারসহ বিভিন্ন ফিটিংস। আমরা সংযোগ প্রদানকারিদের শনাক্ত করে আইনের আওতায় আনবো বলেও এসময় উল্লেখ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, আনিসুর রহমান, আসওয়াদ, সুমন দাস ও রাজু আহমেদসহ স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ