1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
সাবেক আইনমন্ত্রী ও মেয়রসহ ২৫৮ জনের বিরুদ্ধে সিলেটে হত্যাচেষ্টা মামলা - DeshBideshNews
November 24, 2024, 6:58 pm
 

সাবেক আইনমন্ত্রী ও মেয়রসহ ২৫৮ জনের বিরুদ্ধে সিলেটে হত্যাচেষ্টা মামলা

  • Update Time : Wednesday, October 30, 2024
  • 16 Time View
সাবেক আইনমন্ত্রী ও মেয়রসহ ২৫৮ জনের বিরুদ্ধে সিলেটে হত্যাচেষ্টা মামলা

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সিলেট নগরীতে ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে বন্দরবাজারস্থ আবু তুরাব জামে মসজিদের সামনে বিস্ফোরণ ঘটিয়ে ও অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক আইমন্ত্রী আনিসুল হক, সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৫ আসনের সাবেক এমপি হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলি, সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিবসহ ৫৮ জনের নাম উল্লেখ করে মোট ২৫৮ জন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সিলেটে মামলা দায়ের করা হয়েছে।

গত সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সিলেট কোতোয়ালি মডেল থানায় দণ্ডবিধির ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪ ধারায় এই মামলাটি দায়ের করেন নগরীর লালবাজার এলাকার বাসিন্দা মো. আক্তার আলী।

মামলার আসামীরা হলেন সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবির (৫৫), সিলেট-৫ আসনের সাবেক এমপি হুসাম উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান (৫৬), সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী (৫০), সাবেক আইনমন্ত্রী আনিসুল হক (৬০), সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ট সহচর ইউসুফ মিয়া (৪৮), আওয়ামী লীগ নেতা নূর আহমদ ওরফে নূর মুহাম্মদ (২৭), হেদায়েত হোসেন খোকন (৪৫), জেলা ছাত্রলীগ নেতা তানিম আহমদ (২৪), পারভেজ হোসেন (২৫), আওয়ামী লীগ নেতা ইয়াকুল ইসলাম (৪০), যুবলীগ নেতা বোরহান আহমদ (৪০), আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান (৪৫), জেলা ছাত্রলীগ নেতা রিফাত আহমদ লিমন (২৮), হাবিবুর রহমান (৪৫), সিফাত আহমদ (২৫), আফতাব মিয়া (৫০), ৭নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা আক্তার নাজু (৩৭), আওয়ামী লীগ নেতা মো. সাবু মিয়া (৫২), রুহেল আহমদ আনছার (৪০), সিহাব বখত (৩৫), সিলেট জেলা মৎস্যজীবী লীগ সভাপতি হেলাল আহমদ চৌধুরী ওরফে কানা হেলাল (৬০), ছাত্রলীগ নেতা রাশেদ আহমেদ সাহেদ (২৯), আওয়ামী লীগ নেতা নাইম আহমদ চৌধুরী (৪২), ওলামা লীগ নেতা নিজাম উদ্দিন (৪৫), যুবলীগ নেতা আব্দুল গফুর (৫০), মো. সাইদুর রহমান রাকিব (২৫), সাজ্জাদুর রহমান রাজীব (২৬), কাজল মিয়া (৪৪), ফখরুল ইসলাম ওরফে চুর ফখই (৬০), সাদেক আহমদ চেীধুরী (৩৫), শফিক আহমদ আদনান (৩০), তৌহিদুল ইসলাম (৩৫), মো. জিয়ায়ুল ইসলাম শানুর (৪০), সালিক আহমদ (৩৫), হেলাল মিয়া (৪০), মাহতাব উদ্দিন (৪৫), জাকির হোসেন (৩০), লাল মিয়া (৪৫), তারেক আহমদ (৩২), আব্দুর রহিম (৪০), হানফি আলী, কয়েস মিয়া (৪৫), হাবিবুর রহমান (৪০), রনি মিয়া (৩৮), সুবাস দাস (৪৭), আহবাব হোসেন তপু (৪৮), শামীম আহমদ ওরফে সীমান্তিক শামিম (৫২), জগলু মিয়া তালুকদার (৪০), আব্দুস সালাম (৪২), শফিকা বেগম দিলারা (৪৮), আব্দুল কালাম (৩৬), ইমাম উদ্দিন গনি (৫০), রেজান আহমদ প্রিন্স (৪৫), আহমেদ লিমন উরফে কুটি মনা (৩৩), সৈয়দ শামীম আহমদ (৪০)।

মামলায় উপরের ৫৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকীদের অজ্ঞাতপরিচয়ে আসামী করা হয়েছে। এজাহারের বাদি উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যার প্রতিবাদে ৪ জুলাই বেলা ১টার দিকে সিলেট নগরীর বন্দরবাজারস্থ আবু তুরাব জামে মসজিদের সামনে উক্ত আসামিরা বিষ্ফোরক দ্রব্য ব্যবহার ও অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশে আন্দোলনকারীদের উপর হামলা করেন। মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরক ও নাশকতার একাধিক মামলায় পৃথক অভিযানে সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ (৫০) ও যুবলীগ নেতা বাবর মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। ২৩ অক্টোবর রাতে সিলেটের বন্দরবাজার থেকে পু‌লিশ বাবর মিয়াকে ও উপশহর এলাকা থেকে র‍্যাব মোস্তাক আহমদকে গ্রেপ্তার করেছে।

অপরদিকে, সিলেটে গত সোমবার পৃথক অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করে র‌্যাব। তারা হলেন- দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম সায়েস্তা এবং ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল। দুজনই নাশকতা মামলার আসামি।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ