1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
সাংবাদিক আমির খসরু'র মা সেতারা হালিমের লাশ উদ্ধার... - DeshBideshNews
November 25, 2024, 12:36 am
 

সাংবাদিক আমির খসরু’র মা সেতারা হালিমের লাশ উদ্ধার…

  • Update Time : Monday, May 16, 2022
  • 313 Time View

বিশেষ প্রতিবেদক : আজ ১৬ মে সোমবার সকাল ১০টায় পিরোজপুরের সিআইপাড়া এলাকার নিজ বাস ভবন থেকে ভয়েস অব আমেরিকা’র বাংলাদেশ প্রতিনিধি সাংবাদিক আমির খসরু’র মা সেতারা হালিমের লাশ উদ্ধার করে পিরোজপুর থানা পুলিশ ও র্যাব। পরিবারের লোকজনের অভিযোগ- রাতের কোন এক সময় শ্বাসরোধ করে সিতারা হালিমকে হত্যা করে লাশ ঘরের মেঝেতে ফেলে রাখা হয়েছে।

নিহত সিতারা হালিম (৭৪) পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ পিরোজপুর শহরের সিআইপাড়া এলাকার মৃত প্রফেসর আব্দুল হালিম হাওলাদারের স্ত্রী।

সিতারা হালিমের মেয়ে সালমা আরজু জানান- শহরের সিআইপাড়া এলাকার তাদের নিজেদের বাসভবনের ২য় তলায় তার মা একা থাকতেন। রবিবার রাতে সর্বশেষ তার মায়ের সাথে কথা হয়। সোমবার সকালে তাদের বাসায় রং করার জন্য আব্দুল কুদ্দুস নামের একজন রং মিস্ত্রি বাসায় এসে দরজায় ডাকাডাকি করলেও তার মা দরজা না খুললে, সে বাসার নিচের তলার ভাড়াটিয়ার কাছে বিষয়টি জানান। দীর্ঘ অপেক্ষার পরও দরজা না খুললে ভাড়াটিয়া ও রং মিস্ত্রি পেছন দিয়ে ডাকতে গেলে তারা দরজা খোলা দেখতে পায়। তখন তারা বাসায় ঢুকে দেখতে পায় তার মা সিতারা হালিম মেঝেতে পড়ে আছেন।

সালমা আরজু আরো জানান- এ সময় তাদের বাসার ভাড়াটিয়া তাকে ফোনে জানালে তিনি ও তার স্বামী বাসায় এসে দেখতে পান ঘরের মেঝেতে তার মা পড়ে আছে এবং তার গলায় আঘাতের চিহ্ন আছে। এছাড়া ঘরের আলমারি ভাঙ্গা ও আসবাবপত্র এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বাগত হালদার জানান- মৃত অবস্থায় সিতারা হালিম নামে এক বয়স্ক নারীকে হাসপাতালে আনা হয়েছে। তার গলায় চিকন কোন কিছুর আঘাতের চিহ্ন আছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ