দেশ-বিদেশ নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডিতে সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ আন্দোলনে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের কয়েক শ শিক্ষার্থী মিছিল নিয়ে বিক্ষোভ করেন। এর আগে শিক্ষার্থীরা ধানমন্ডি ৩ নম্বর সড়কে অবস্থান করে।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টা থেকে শুরু এই আন্দোলনের ফলে দুদিকের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুপুর ২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। কোটা সংস্কারের দাবি ও বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা এই অবরোধ করেন।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় দুদিকের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আধাঘন্টা হলো আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগ দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। ছাত্রলীগের ছেলেরা ঢাকা কলেজের গেটের সামনে অবস্থান করেছে। আমরা এখনো তাদের সঙ্গে কথা বলতে পারিনি। পুলিশ মোতায়ন আছে।