নিজস্ব প্রতিনিধি : নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন- সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। যে কোনো রাজনৈতিক দল আসলেও নির্বাচন হবে। না আসলেও নির্বাচন হবে।
আজ ২৫ আগষ্ট বৃহস্পতিবার রাজধানীর আগারগাওঁয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আলমগীর একথাগুলো বলেন।
ইসি আলমগীর বলেন- ৩৯টি রাজনৈতিক দল আছে। কোনো দল যদি না আসে নির্বাচন যে বন্ধ রাখতে হবে এমন কথা তো কোথাও বলা নাই। আইন অনুযায়ী, নির্বাচন করাটাই বাধ্যতামূলক। না হলে আমরাই সংবিধান বিরোধী কাজ করব। সংবিধান ভঙ্গের দায়ে দায়ী হবো।
ইসি আলমগীর আরো বলেন- রোডম্যাপের খসড়া চূড়ান্ত হয়েছে। বর্তমানে এটা কমিশনের কাছে আছে। এ মাসের শেষে অথবা সামনের মাসের শুরুতে রোডম্যাপের বিষয় চূড়ান্ত হবে। রোডম্যাপে থাকবে সুষ্ঠু নির্বাচন করতে গেলে কি কি কাজ করা প্রয়োজন সেগুলো কীভাবে বাস্তবায়ন করব। কী চ্যালেঞ্জ থাকবে। কীভাবে মোকাবিলা করব।