1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
যথাযথ মর্যাদায় সিলেটে পালিত হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - DeshBideshNews
November 24, 2024, 7:39 am
 

যথাযথ মর্যাদায় সিলেটে পালিত হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

  • Update Time : Monday, February 21, 2022
  • 267 Time View

দেশ বিদেশ রিপোর্ট : সিলেটে অমর একুশে ফেব্রুয়ারীতে শহীদ মিনারে সর্ব শ্রেণীর মানুষের শ্রদ্ধা নিবেদনের মাধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

আজ সোমবার ​(২১ফেব্রুয়ারী) বাঙালি জাতি ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি সারাদেশের ন্যায় সিলেটে পালিত হয়েছে।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে সিলেট শহীদ মিনার বাস্তবায়ন কমিটি’র পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।পরে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে একে একে সিলেটের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনতা শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। ফলে অল্পক্ষণেই ফুলে ফুলে ঢেকে যায় শহীদ মিনারের বেদি।

সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, সিলেট সিটি করপোরেশনের মেয়রের শ্রদ্ধা নিবেদনের পর সিলেট বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা পরিষদ, সদর উপজেলা, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, ইমজা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ