দেশ-বিদেশ নিউজ ডেস্ক : উত্থান-পতন, চড়াই-উৎরাই অতিক্রম করে এগিয়ে যাওয়ার প্রত্যয় বক্ত করে হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। ইনশাল্লাহ এই দেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে, সেভাবেই আমরা এগিয়ে যাবো। যত বাধাই আসুক বাধা আমরা অতিক্রম করতে পারবো।
শুক্রবার (১৭ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধনী বক্তব্যে এক কথা বলেন তিনি। এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ’।
প্রধানমন্ত্রী বলেন, ‘উত্থান-পতন, চড়াই-উৎরাই থাকবে সেগুলো অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে। হতাশ হওয়ার কিছু নেই। কেউ হতাশ হবেন না। আমি অনেক বাধা অতিক্রম করেছি গুলি-বোমা-গ্রেনেড…আমার লক্ষ্য হচ্ছে আমার দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করে এই দেশকে উন্নত করা।’
‘আমরা অনেক দূর এগিয়ে গেছি। ইনশাল্লাহ এই দেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে, সেভাবেই আমরা এগিয়ে যাব। যত বাধাই আসুক বাধা আমরা অতিক্রম করতে পারব না।” কোনো বিদেশি পরামর্শে নয়, দেশের মাটি ও মানুষের কথা চিন্তা করে পরিকল্পনা ও নতিমালা প্রণয়নের পরামর্শ দেন শেখ হাসিনা।
আমি অর্থনীতিবিদদের কাছে এটাই বলতে চাই, দেশের মাটি মানুষ তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা পরিকল্পনা প্রণয়ন করতে হবে। কেউ একজন দু-একদিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা। তবে হ্যাঁ বাইরে থেকে আমরা শিখব, তবে করার জন্য নিজের দেশ ও মানুষকে দেখে করবো। আমাদের কি সম্পদ আছে সেটা দেখে করবো।
আগামী বাজেট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাজেট আমরা ঠিকমত দেবো এবং তা বাস্তবায়ন করবো। তবে যুদ্ধের কারণে যে কৃচ্ছ্বতা সাধন করতে গিয়েছি, এই কৃচ্ছ্বতা সাধনের ফলাফলে হয়তো আমাদের জিডিপি গতবার যেটা ছিল কিছুটা কম হবে। সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো। সে বিশ্বাস আমাদের আছে। সেভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি।
তিনি বলেন, আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আত্মমর্যাদা নিয়ে চলতে হবে। কারো কাছে হাত পেতে না। এক পদ্মা সেতু নিয়ে চ্যালেঞ্জ এসেছিল। নিজের টাকায় করার কথা বলেছিলাম। তখন কারো সমর্থন পাইনি। কিন্তু বলেছিলা, যখন করতে পারব নিজের টাকাতেই করবো।