1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
মিরসরাইয়ে ড্রেজার ডুবির ঘটনায় চার শ্রমিকের মরদেহ উদ্ধার - DeshBideshNews
November 28, 2024, 5:56 am
 

মিরসরাইয়ে ড্রেজার ডুবির ঘটনায় চার শ্রমিকের মরদেহ উদ্ধার

  • Update Time : Wednesday, October 26, 2022
  • 83 Time View
মিরসরাইয়ে ড্রেজার ডুবির ঘটনায় চার শ্রমিকের মরদেহ উদ্ধার

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মিরসরাই উপকূলের সন্দ্বীপ চ্যানেলে বালু তোলার ড্রেজার ডুবির ঘটনায় চার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন ডুবুরি ও ফায়ার সার্ভিসের কর্মীরা। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৭টা থেকে আমরা উদ্ধার অভিযান পুনরায় শুরু করি। একটু আগে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও তাদের নাম পরিচয় শনাক্ত জানা যায়নি। বাকি মরদেহগুলো উদ্ধারে চেষ্টা চলছে।

এর আগে গতকাল (২৫ অক্টোবর) আলামিন (২০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও চার জন। বাকিদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

প্রসঙ্গত, গত সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে পড়ে। ওই সময় সাগরের কিনারে থাকা একটি বালুর ড্রেজার ডুবে যায়। এসময় ড্রেজারের ভেতরে নয়জন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে একজন সাঁতরে পাড়ে উঠলেও বাকিক আটজন নিখোঁজ হন। পরদিন মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকাল ৩টা থেকে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পাঁচ সদস্যের একটি ডুবরিদল তাদের উদ্ধারে চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ওইদিন রাত সাড়ে ৮টার দিকে নিখোঁজ শ্রমিকদের একজনের মরদেহ সাগর কিনারে ভেসে আসলে মিরসরাই ফায়ার সার্ভিসকর্মীরা তা উদ্ধার করেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ