1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
মহান একুশের ৭০ বছর পুর্তি উপলক্ষে বার্মিংহামে বাংলা মেলা'র আলোচনা সভা... - DeshBideshNews
November 24, 2024, 4:22 pm
 

মহান একুশের ৭০ বছর পুর্তি উপলক্ষে বার্মিংহামে বাংলা মেলা’র আলোচনা সভা…

  • Update Time : Monday, February 28, 2022
  • 322 Time View

ডেস্ক রিপোর্ট : মহান একুশের সত্তর বছর পুর্তি উপলক্ষে যুক্তরাজ্যের বার্মিংহাম বাংলা মেলা লিমিটেড এর উদ্যোগে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল রবিবার স্থানীয় ভিউ ভিলা কমিউনিটি কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়।

বার্মিংহাম বাংলা মেলার সাধারন সম্পাদক মিঃ জেমস্ রয় এর সঞ্চালনায় এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের পৃষ্ঠপোষক এবং বিলেতে বাংলা ভাষার চর্চায় অগ্রনী ভূমিকা রাখা কমিউনিটি নেতা মিঃ শাহ্ আবেদ আলী।

এ সময় বক্তব্য রাখেন- স্থানীয় কাউন্সিলর মিসেস নাগিনা, কাউন্সিলর মিঃ এ কে জ্বিলানী ও তার সহধর্মিনী, কাউন্সিলর মিঃ জিয়াউল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডঃ মিসবাউর রহমান।

মিঃ রয় বাংলাভাষার প্রতি দরদ ও ভালোবাসা তৈরীর মাধ্যমে পারিবারিক ভাবে এই ভাষাকে প্রতিষ্ঠিত করে বাংলা ভাষার সম্মান বৃদ্ধিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

মিঃ জ্বিলানী এবং মিঃ জয়নাল আবেদীন বাংলা ভাষার সৃষ্টির ইতিহাস নিয়ে আলোচনা করেন। বিলেতে বাংলা মেলার পথিকৃত ও বর্তমান বাংলা মেলার সমন্বয়ক মিঃ এ কে আজাদ কনোর আগামী বাংলা মেলার (২৪শে জুলাই ২০২২) ঘোষনা দেন।

কাউন্সিলর মিসেস নাগিনা বাংলা ভাষা ও বাংলামেলা সম্পর্কে জানতে পেরে আনন্দিত হন এবং ভবিষ্যতে বাংলা মেলার সকল কার্যক্রম’কে সহযোগীতা করার আশ্বাস দেন।

ডঃ মিসবাউর রহমান বলেন- বাংলামেলা আমাদের প্রবাসী সমাজকে পুনরায় একত্রীত হতে সাহায্য করবে। তিনি ভবিষ্যতে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন।

কাউন্সিলর মিঃ জিয়াউল হক মনে করেন বাংলামেলা একটি বলিষ্ঠ সামাজিক উদ্যোগ। তিনি বার্মিংহাম সিটি কাউন্সিল এর মাধ্যমে সব ধরনের আর্থিক সাহায্য প্রাপ্তিতে সহযোগীতার আশ্বাস দেন।

পরিশেষে মিঃ শাহ্ আবীদ আলী বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি ও এর পরিচর্যার বিষয়ে সকলকে সম্মিলিত প্রচেষ্টা গ্রহনের আবেদন জানান।

সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মিঃ জলীল (বিওয়ান টিভি এর প্রতিষ্ঠাতা), মিঃ দূদূ মিয়া- প্রমুখ।

মিঃ জেমস্ রয় আগামী ২৭শে মার্চ বাহান্ন তম স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানে সকলকে অংশগ্রহণের আবেদন জানান।

যুক্তরাজ্যের বার্মিংহাম বাংলা মেলা লিমিটেড এর সকল কর্মকর্তা ও কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ