1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
বিশ্ব বাঙ্গালীর মূখপাত্র 'দেশ বিদেশ'র শুভ উদ্বোধন... - DeshBideshNews
November 25, 2024, 12:26 pm
 

বিশ্ব বাঙ্গালীর মূখপাত্র ‘দেশ বিদেশ’র শুভ উদ্বোধন…

  • Update Time : Wednesday, April 20, 2022
  • 617 Time View

কাজী সিপন, বার্মিংহাম প্রতিনিধি  : বিশ্ব বাঙ্গালীর মূখপাত্র শ্লোগান দিয়ে যাত্রা শুরু করল অনলাইন নিউজ ও প্রিন্ট পত্রিকা ‘দেশ বিদেশ’। এর মাধ্যমে বিশ্বের বাংলা গণমাধ্যম জগতে যুক্ত হলো নতুন একটি নাম। ১৮ এপ্রিল অনলাইন নিউজ ও প্রিন্ট পত্রিকা ‘দেশ বিদেশ’র উদ্যোগে যুক্তরাজ্যের বার্মিংহামের স্থানীয় একটি সেন্টারে শুভ  উদ্বোধনী উপলক্ষে ইফতার ও উদ্বোধনী সভা অনষ্টিত হয়।

বার্মিংহাম মিডল্যান্ডস’র সভাপতি ও বাংলা ভয়েস পত্রিকার সম্পাদক মারুফ আহমেদ বলেন- বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘দেশ বিদেশ গণমাধ্যমের আস্থা অর্জন করবে। কোভিড-১৯ এর মতো কঠিন সময়ে এ ধরনের একটি উদ্যোগ নেয়ার জন্য ‘দেশ বিদেশ’র সম্পাদক ও প্রকাশক বদরুল আলম সহ ‘দেশ বিদেশ’ পরিবারের সবাইকে অভিনন্দন জানাই।

কাউন্সিলর শহিদুল্লাহ খান বলেন- যারা সাংবাদিকতার সাথে সম্পৃক্ত তাদের মধ্যে থাকতে হবে ঐক্য। এমন সব লিখনী ও বিষয়বস্তু উপস্থাপন করতে হবে যা মানুষ ও সমাজকে সচেতন করে তুলবে। অপ সাংবাদিকতা আমাদেরকে যেন গ্রাস না করে সেদিকে লক্ষ রাখতে হবে এবং ‘দেশ বিদেশ’র সাফল্য কামনা করি।

দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মিছবাহুর রহমান মিসবাহ বলেন- নতুন ধারার ‘দেশ বিদেশ’ ভিন্ন দৃষ্টি ভঙ্গি নিয়ে গণমানুষের কাছে সত্য ও নিরপেক্ষ বার্তা পৌঁছে দেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পত্রিকা হচ্ছে একটি সমাজের প্রতিচ্ছবি, তাই যেকোন পত্রিকার বৈশিষ্ট্য হতে হবে বস্তুনিষ্ট ও নিরপেক্ষ। থাকতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা. এবং আমি আশা করি ‘দেশ বিদেশ’ সমাজের দর্পণ হিসেবে ভূমিকা পালন করবে।

এটিএন বাংলা বুরো চিফ কায়ছারুল ইসলাম (সুমণ) বলেন- শক্ত কলমে লেখনির মাধ্যমে সাংবাদিকরা সমাজে যে দায়িত্ব পালন করেন তা অত্যন্ত গৌরবের। মেধা ও দক্ষতা বিকশিত করে সমাজের জন্য কাজ করতে গেলে প্রতিকূলতা আসতেই পারে। শত প্রতিকূলতাকে অতিক্রম করে সুপ্ত প্রতিভার বিকাশে সমাজের অন্যান্য পেশার চেয়ে সাংবাদিকদের বেশি অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

‘দেশ বিদেশ’র প্রধান সম্পাদক সাংবাদিক বদরুল আলম শুভেচ্ছা বক্তব্যে বলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে সারা বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে যে অগ্রগতি হচ্ছে, সেই অগ্রগতির ধারাকে গণমাধ্যমের ক্ষেত্রেও বজায় রাখতে সাংবাদিকতা শেখার এ সুযোগ চালু হয়েছে। সাংবাদিক, সাংবাদিকতা শিক্ষার্থীসহ যে কোন নাগরিক সাংবাদিকতার মাধ্যমে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবেন। সাংবাদিকতা শিক্ষার এ সুযোগ সারা বিশ্বে সাংবাদিকতা শিল্পের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই শিল্পে সারা বিশ্বের সংবাদকর্মীরা নিজেদেরকে আরও যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে পারবেন।

তিনি আরো বলেন- বিশ্ব বাঙ্গালীর মূখপাত্র ‘দেশ বিদেশ’ নিরপেক্ষ বস্তুনিষ্ট পরিবেশন করা’ই আমাদের লক্ষ ও উদ্যেশ্য।

বিকেল ৬ ঘটিকায় অনলাইন নিউজ ও প্রিন্ট পত্রিকা ‘দেশ বিদেশ’র আনুষ্ঠানিক উদ্বোধনী সভায় সাবাদিক সাইদুর রহমান সুয়েলের পরিচালনায় এবং বার্মিংহাম মিডল্যান্ডস’র সভাপতি ও বাংলা ভয়েস পত্রিকার সম্পাদক মারুফ আহমেদের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘দেশ বিদেশ’র প্রধান সম্পাদক সাংবাদিক বদরুল আলম।

অনলাইন নিউজ ও প্রিন্ট পত্রিকা ‘দেশ বিদেশ’র ইফতার ও উদ্বোধনী সভা’য় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- কাউন্সিলর শহিদুল্লাহ খান, দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মিছবাহুর রহমান মিসবাহ, এটিএন বাংলা বুরো চিফ কায়ছারুল ইসলাম (সুমণ), সি আই পি কওসর আহমেদ, কাউন্সিলর শারমিন রহমান, কাউন্সিলার আমিনুল তালুকদার, কমরেড মাসুদ আহমদ, এল বি২৪ এর কর্নধার শাহ ইউসুফ, দেশ বিদেশ নিউজের উপদেষ্টা লুৎফা খানম, কমরেড মাসুদ আহমেদ, এনটিভি ইউরোপ বুরো চিফ ফারচ্ছু চৌধুরী, দেশ বিদেশ নিউজের পৃষ্ঠপোষক ড. মোহাম্মদ আলী, ইঞ্জিনিয়ার ছাবিরুল ইসলাম, বাংলা মেইল এর বিশেষ প্রতিনিধি জিয়া তালুকদার, আই অন টিভি’র বুরো চিফ ওবায়দুল কবীর খোকন- প্রমূখ।

পরিশেষে কেক কাটার মধ্য দিয়ে অনলাইন নিউজ ও প্রিন্ট পত্রিকা ‘দেশ বিদেশ’র ইফতার ও উদ্বোধনী সভা’র সমাপ্ত ঘোষনা করা হয়।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ