রাজা সায়মন : বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আনন্দ আয়োজন, উৎসব ও খেলাধুলা সবকিছুতেই নদী ও নৌকার সরব আনাগোনা। হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির সংস্করণ বাংলাদেশের নৌকা বাইচ। এক সময় এ দেশে যোগাযোগ ছিল নদী কেন্দ্রিক আর বাহন ছিল নৌকা। এখানে নৌ শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠে বিভিন্ন শিল্পকেন্দ্র। এসব শিল্পে যুগ যুগ ধরে তৈরি হয় দক্ষ ও অভিজ্ঞ কারিগর। এভাবে একসময় বিভিন্ন নৌযানের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়।
বাংলাদেশে নৌকাবাইচ লোকায়ত বাংলার লোকসংস্কৃতির একটি অংশ। তবে কবে এদেশে গণবিনোদন হিসেবে নৌকাবাইচের প্রচলন হযেছির তার সঠিক ইতিহাস পাওয়া যায় না। “বাইচ” শব্দটির বুৎপত্তি বিবেচনা করে অনুমিত হয়েছে যে মধ্যযুগের মুসলমান নবাব, সুবেদার, ভূস্বামীরা, যাদের নৌবাহিনী, তারা এই প্রতিযোগিতামূলক বিনোদনের সূত্রপাত করেছিলেন। তবে এ বিষয়ে দুটি জনশ্রুতি আছে।
আরো জানা গেছে- মুসলিম যুগের নবাব-বাদশাহদের আমলে নৌকা বাইচ বেশ জনপ্রিয় ছিল। অনেকে মনে করেন, নবাব বাদশাহদের নৌ বাহিনী থেকেই নৌকা বাইচের গোড়াপত্তন হয়।
বাংলাদেশের একটি বর্নাঢ্য ও আনন্দময় খেলা হচ্ছে নৌকা বাইচ। আবহমান কাল থেকে গ্রামবাংলার মানুষের জীবনের সাথে নৌকা বাইচ ওতোপ্রোতোভাবে জড়িয়ে রয়েছে। সেই নৌকা বাইচ’কে বর্নাঢ্য আয়োজনে প্রতিবছরের মতো আবারও ফেঞ্চগঞ্জবাসীর সামনে নিয়ে আসছেন যুক্তরাজ্য প্রবাসী, এটিএন বাংলা’র ইউকে’র রিপোর্টার, ফেঞ্চুগঞ্জের কৃতি সন্তান, সমাজ সেবক ও ‘দেশ বিদেশ নিউজ’র সম্পাদক বদরুল আলম।
হাকালুকি হাওরে আগামী ১১ সেপ্টেম্বর বেলা ১২ ঘটিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বদরুল আলম নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২২’। নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব।
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার হাকালুকি হাওরের তীরবর্তী ঘিলাছড়া বরিউলী প্রাঙ্গণে ‘বদরুল আলম নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২২’ এর বিজয়ী দলের হাতে পুরুষ্কার বিতরনী শেষে এক মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন ‘বদরুল আলম নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২২’ এর খেলা পরিচালনা কমিটি।