1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগী, রেকর্ড শনাক্ত - DeshBideshNews
November 24, 2024, 8:45 pm
 

প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগী, রেকর্ড শনাক্ত

  • Update Time : Monday, July 10, 2023
  • 93 Time View
প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগী, রেকর্ড শনাক্ত

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দেশে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৬ জনের মৃত্যু হলো। এক দিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮৯ ডেঙ্গু রোগী। যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭৪ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৫ জন। সোমবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রবিবার (৯ জুলাই) এক দিনে সর্বোচ্চ ৮৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি এবং ছয়জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। যা ছিল গতকাল পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু। সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩২৫৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩ সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২০৮০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১১৭৩ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১৩ হাজার ৮৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯ হাজার ৬৬৪ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন চার হাজার ১৭৯ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৫১৪ জন। ঢাকায় সাত হাজার ৫২৫ এবং ঢাকার বাইরে দুই হাজার ৯৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ