দেশ-বিদেশ নিউজ ডেস্ক : বিএনপির এক নিখোঁজ নেতার বাসায় যাওয়ার পর ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসকে ঘিরে যে ঘটনাপ্রবাহ, তাতে দেশটির সঙ্গে সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক আছে। বাংলাদেশ কোনো চাপে নেই।’
আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো, দাবি করে তিনি বলেন, ‘এ বছর ১৬টি বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে। আমাদের সম্পর্ক ভালো বলেই তারা আমাদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। এটি ভালো। আমাদের আতঙ্কের কারণ নেই, আশঙ্কারও কারণ নেই।’
১০ ডিসেম্বরের আগে আমেরিকা বাংলাদেশে যে ভ্রমণ সতর্কতা জারি করেছে, সে বিষয়ে এক প্রশ্নের তিনি বলেন, ‘এটি তাদের দায়িত্ব। যদি তাদের লোক এখানে আসে এবং আহত হয়, তাহলে দূতাবাসের দায়িত্ব নিতে হয় না। এটি ভুল নয়।’
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন,‘ সেটা ওদের দায়-দায়িত্ব এড়ানোর জন্য। কারণ, তাদের লোক যদি আসে, কেউ যদি আহত হয়; সেটার দায়-দায়িত্ব তারা (দূতাবাস) নিতে চায় না।’
বিএনপি যে ২৭ দফা দিয়েছে, তার ১৪ দফায় গুম, খুন ও মানবাধিকার রক্ষার কথা বলেছে। এ বিষয়ে মন্ত্রীর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘২০০২ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপির শাসনামলে দেশে হত্যা, গুম, খুন হয়েছে। তখন ৬৩ জেলায় বোমা হামলা হয়েছে। অপারেশন ক্লিন হার্টের নামে ৫৫ জন মানুষকে মারা হয়েছে। একজন রাষ্ট্রদূতের ওপর বোমা হামলা হয়। তিনি তখন প্রাণে বাঁচলেও অনেকেই মারা যান। সে কারণে বিএনপির মুখে মানবাধিকার একটি ভাঁওতাবাজি। এটা আমাদের কাছে হাসির খোরাক ছাড়া আর কিছু নয়।’
এর আগে আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কূটনীতিতে তিনটি বিষয়ে গুরুত্ব দিয়েছি। সেগুলো হলো—অর্থনৈতিক কূটনীতি, জনকূটনীতি এবং শান্তি ও স্থিতিশীলতা। আমরা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চাই। কেননা, এটা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, বিআইআইএসএস আমাদের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আগামী দিনে আরও গবেষণা করবে বলে আমরা আশা করি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন। সভাপতিত্ব করেন বিআইআইএসএসের চেয়ারম্যান রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন।