দেশ-বিদেশ নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১১৫ জন। এর আগের দিন শনিবার করোনায় একজনের মৃত্যু হয়েছিল এবং আক্রান্ত হয়েছিলেন ৬৯ জন। এছাড়া গত একদিনে পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৮৪ শতাংশ। যা আগের দিন এই শনাক্তের হার ছিল ১ দশমিক ৮৮ শতাংশ। রোববার এক বিজ্ঞপ্তিতে এ জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪২৩ জনের। আর দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ১৫২ জনে। গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩’শ ৬১ জন। এই নিয়ে দেশে এ পর্যন্ত মোট করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮০ হাজার ৫০৯ জন। এছাড়া দেশে এখন পর্যন্ত ১৩ দশমিক ৫৭ শতাংশ রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশে গত ২৪ ঘন্টায় মৃত দুইজন পুরুষ এবং দুইজন মহিলা। তাদের দুইজন ঢাকা বিভাগের, একজন রাজশাহী এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। এছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্তকৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৯২ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে একজন, রাজশাহী বিভাগের ৭ জন এবং খুলনা বিভাগে একজন আক্রান্ত হয়েছেন। তবে সিলেট বরিশাল, রংপুর বিভাগে কেউ আক্রান্ত হননি।