রংপুর প্রতিনিধি : রংপুর জেলার বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় কর্মসৃজন প্রকল্পের শ্রমিকেরা তাঁদের মজুরির টাকা পাচ্ছেন না। ইতিমধ্যে বদরগঞ্জে ৩৫ দিন ও তারাগঞ্জে ২৯ দিন কাজ করেছেন শ্রমিকেরা। বিধি অনুযায়ী, তাঁদের প্রতি সপ্তাহে মজুরি পাওয়ার কথা। এখন পর্যন্ত এক দিনের মজুরিও না পাওয়ায় শ্রমিকেরা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে- বদরগঞ্জ উপজেলায় কর্মসৃজনের শ্রমিক রয়েছেন ১ হাজার ৫৭১ ও তারাগঞ্জে ৯০০ জন। প্রতিদিন ১ জন সাধারণ শ্রমিক মাটি কাটার কাজ করে পাবেন ৪০০ টাকা, দলনেতারা পাবেন ৪৫০ টাকা। বদরগঞ্জে কাজ শুরু হয় গত ৮ জানুয়ারি এবং তারাগঞ্জে ১৫ জানুয়ারি থেকে।
শ্রমিকেরা কাজ করবেন ৪০ দিন। ওই দুই উপজেলায় কর্মসৃজন প্রকল্পে বরাদ্দ রয়েছে ৩ কোটি ৯৭ লাখ টাকা। প্রকল্প হাতে নেওয়া হয়েছে ১৩৫টি। প্রকল্পের কাজ এখনো চলছে…।