নিজস্ব প্রতিনিধি : হাফ ভাড়া না নেওয়ায় প্রতিবাদ করার ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেছে বিকাশ পরিবহণের হেলপার ও স্টাফরা। ভুক্তভোগী তৌহিদুল ইসলাম ঢাকা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় শনিবার সকালে বিকাশ পরিবহণের ১০টি বাস আটক করে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
ভুক্তভোগী শিক্ষার্থী তৌহিদুল ইসলাম জানান- বৃহস্পতিবার বিজয় সরণি থেকে উত্তরা যাওয়ার সময় হাফ ভাড়া দিতে চাইলে বাসের সুপারভাইজার নিতে অস্বীকৃতি জানায়। বিকাশ পরিবহণের হেলপার তখন দ্বিগুণ ভাড়া দাবি করে। একপর্যায়ে আমার সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে সে ফোন করে বিকাশ পরিবহণের স্টাফদের ডাকে। বনানী স্টেশনে আসার সঙ্গে সঙ্গে তারা চার-পাঁচজন বাসে উঠে আমার ওপর হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়।
এদিকে এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা মূল ফটকে অবস্থান নেন। তারা বিকাশ পরিবহণের বাস আসার সঙ্গে সঙ্গে আটক করে নায়েমের গলিতে নিয়ে যান। এ সময় তারা দশটি বাস প্রায় ২ ঘণ্টা আটকে রাখেন। পরে নিউমার্কেট থানা ও ঢাকা কলেজ প্রশাসনের মাধ্যমে বিষয়টি সমাধান হয়।
বিকাশ পরিবহণ কর্তৃপক্ষ আহত শিক্ষার্থীকে ক্ষতিপূরণ ও শিক্ষার্থীদের সব দাবি পূরণের প্রতিশ্রুতি দেয়।
এ বিষয়ে ঢাকা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার বলেন- শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়ার বিষয়ে আমরা বলেছি, তারা যদি কোনো অপরাধ করে থাকে তাহলে আমাদের জানাবেন। আমরা অভিভাবক থাকতে আপনার কেন তাদের গায়ে হাত দেবেন।
তিনি আরও বলেন- আলোচনায় আরও কয়েকটি বিষয় সামনে এসেছে। এরমধ্যে রয়েছে গাড়ি চলন্ত অবস্থায় হেলপাররা প্যাসেঞ্জার উঠায় এবং শিক্ষার্থীদের ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। এগুলো বন্ধ করতে বলা হবে। এছাড়া যারা ওই শিক্ষার্থীকে মারধর করেছে তাদের থানায় হস্তান্তর করতে বলা হবে।