1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ঠাকুরগাঁও জেলা'র পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর, সম্পাদক জিয়াউল... - DeshBideshNews
November 25, 2024, 2:54 pm
 

ঠাকুরগাঁও জেলা’র পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর, সম্পাদক জিয়াউল…

  • Update Time : Sunday, April 24, 2022
  • 363 Time View

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের ৩ আসনের বিএনপির সাংসদ মো. জাহিদুর রহমান, এবং সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোট হয়েছে। গোপন ব্যালটে সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম পুনরায় সাধারণ সম্পাদক এবং জিল্লুর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ রোববার পীরগঞ্জ পৌরসভা অডিটরিয়ামে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোট হয়। বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। উপজেলার ১০টি ইউনিয়নের ৭১০ জন কাউন্সিলর (প্রতি ইউনিয়নে ৭১ জন) গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেন।

দলীয় সূত্রে জানা গেছে- ৭১০ জন কাউন্সিলরের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৬৬৬টি ভোট বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোটে সাধারণ সম্পাদক পদে জিয়াউল ইসলাম ৩৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাকাউল ইসলাম পান ২৮১ ভোট। অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে ৪৬০ ভোট পেয়ে জিল্লুর রহমান নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী সুকুমার রায় পেয়েছেন ১৯৫ ভোট।

বিকেল পাঁচটায় জেলা সভাপতি তৈমুর রহমান সভাপতি পদে জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক পদে জিয়াউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে জিল্লুর রহমানের নাম ঘোষণা করেন।

জেলা বিএনপির সহসভাপতি মো. নুর করিমকে প্রধান নির্বাচন কমিশনার, জেলা কমিটির সদস্য বদরুদ্দোজা ও জেলা আইনবিষয়ক সম্পাদক সারওয়ার হোসেনকে সদস্য করা হয়। এ ছাড়া ভোট পরিচালনায় জেলা বিএনপির সহসভাপতি ফারুখ হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম ও দেলোয়ার হোসেন দায়িত্ব পালন করেন। (বিজ্ঞপ্তি)

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ