1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
টাঙ্গাইলে ১৮টি ইউনিয়নের ১১৪টি গ্রাম পানিবন্দি, বন্যা পরিস্থিতি'র অবনতি... - DeshBideshNews
November 25, 2024, 12:12 pm
 

টাঙ্গাইলে ১৮টি ইউনিয়নের ১১৪টি গ্রাম পানিবন্দি, বন্যা পরিস্থিতি’র অবনতি…

  • Update Time : Monday, June 20, 2022
  • 320 Time View

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলা’য় বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে আজ ২০ জুন সোমবার পর্যন্ত জেলা’র দুটি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যেই এ জেলা’র ছয়টি উপজেলা’র ১৮টি ইউনিয়নের ১১৪টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এদিকে বিশুদ্ধ পানির অভার, গো-খাদ্যের সংকট এবং কোনো কোনো এলাকায় বিদ্যুৎ না থাকায় বিড়ম্বনায় পড়েছেন সাধারণ মানুষ। দেখা দিচ্ছে পানিবাহিত বিভিন্ন রোগ।

জানা গেছে- ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ৩০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার এবং ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪ সেন্টিমিটার এবং বংশাই নদীর পানি মির্জাপুর পয়েন্টে ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ১.৪৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বিশেষ করে- টাঙ্গাইল সদর উপজেলা, কালিহাতী, ভুঞাপুর, গোপালপুরের চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের কিছু গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া বাসাইল উপজেলার নিম্নাঞ্চলের কিছু গ্রামে পানি প্রবেশ করেছে। বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে এসব এলাকার ঘরবাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ