1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
জাপানি রাষ্ট্রদূতের বক্তব্যে বিব্রত পুলিশ - DeshBideshNews
November 28, 2024, 11:24 am
 

জাপানি রাষ্ট্রদূতের বক্তব্যে বিব্রত পুলিশ

  • Update Time : Thursday, November 17, 2022
  • 89 Time View
জাপানি রাষ্ট্রদূতের বক্তব্যে বিব্রত পুলিশ

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি জাতীয় নির্বাচন প্রসঙ্গে বাংলাদেশ পুলিশ সম্পর্কে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। তার এ বক্তব্যের কোনও ভিত্তি নেই বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গত ১৪ নভেম্বর গুলশানের একটি হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘মিট অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নোত্তরে জাপানি রাষ্ট্রদূত পুলিশ বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তা ভিত্তিহীন। তিনি অনাকাঙ্ক্ষিত অভিযোগ উত্থাপন করেছেন।

এটি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টি আকর্ষিত হয়েছে। তার বক্তব্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য অত্যন্ত বিব্রত ও মর্মাহত হয়েছে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তার এ বক্তব্যের তীব্র প্রতিবাদও জানায়।

অনুষ্ঠানে এক প্রশ্নোত্তর পর্বে রাষ্ট্রদূত বলেন, আমি শুনেছি গত নির্বাচনে পুলিশের কর্মকর্তারা আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করেছেন। আমি অন্য কোনও দেশে এমন দৃষ্টান্তের কথা শুনিনি। তবে তিনি কীসের ওপর ভিত্তি করে বা কোন তথ্যে কথা বলেছেন তা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বোধগম্য নয়। এ কারণে তার এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটি।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ