ডেস্ক রিপোর্ট : দূতাবাসসহ বিভিন্ন সংস্থায় চাকরি দেওয়ার নাম করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রবি পল গমেজ (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবি পল গমেজ এ চক্রের মূল হোতা বলেও জানিয়েছে সংস্থাটি।
সিআইডি জানায়- গতকাল বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের বিশেষ পুলিশ সুপার মোহম্মদ কামরুজ্জামান জানান- প্রতারণা করতে ২০১৯ সালের ভাটারার নূরেরচালা এলাকায় আরএস এন্টারপ্রাইজ নামে একটি অফিস নেন রবি পল গোমেজ। এ প্রতিষ্ঠানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সংস্থায় চাকরির বিজ্ঞপ্তি প্রচার করতেন। চাকরির নাম করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন তাঁরা।
পুলিশ সুপার আরও জানান- ৩০ থেকে ৪০ জনের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন চক্রের সদস্যরা। টাকা নেওয়ার কিছুদিন পর অফিস বন্ধ করে চক্রের সদস্যরা পালিয়ে যান।
সূত্রঃ প্রথম আলো