1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ১৭০০ ছাড়াল - DeshBideshNews
November 24, 2024, 10:42 am
 

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ১৭০০ ছাড়াল

  • Update Time : Thursday, December 28, 2023
  • 136 Time View
চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ১৭০০ ছাড়াল

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : দেশে গত একদিনে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। তাতে করে চলতি বছরে এ পর্যন্ত মৃতের সংখ্যা হলো এক হাজার ৭০১ জনে। এর আগে কোনো বছরই এতো মৃত্যু দেখেনি বাংলাদেশ। এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জনের মৃত্যু হয়েছিল, সেটিই ছিল গত বছর পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছায়ায়, সে বছর ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। মৃত্যু হয় ১৭৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে মারা যাওয়া ব্যক্তিদের একজন ময়মনসিংহ ও একজন বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। আর বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এর মধ্যে ঢাকা মহানগরে ভর্তি হয়েছে ২৮ জন, বাইরে এ সংখ্যা ৮২ জন। সব মিলিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২০ হাজার ৯৪৫ জনে। এর বেশির ভাগ ঢাকার বাইরের বিভিন্ন জেলার, ২ লাখ ১১ হাজার ১৮ জন। বাকি ১ লাখ ৯ হাজার ৯২৭ জন ভর্তি হন ঢাকা মহানগরে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারিতে মৃত্যু হয়েছে ছয়জনের, ফেব্রুয়ারিতে তিনজনের। মার্চে মাসে ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি দেশে। এপ্রিল ও মে মাসে দুজন করে মারা গেছে ডেঙ্গুতে। জুন মাস থেকেই বাড়তে থাকে ডেঙ্গুতে মৃতের সংখ্যা। জুনে ৩৪ জনের মৃত্যু হলেও পরের মাসে মৃত্যু হয় ২০৪ জনের।

আগস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন, নভেম্বরে ২৭৪ জন মারা গেছে ডেঙ্গুতে। আর ডেঙ্গুতে ডিসেম্বর মাসে আজ পর্যন্ত ৭৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ