1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
উগ্রপন্থীর বিচার তার ধর্ম দেখে হয় না, সারজিস আলমের হুঁশিয়ারি - DeshBideshNews
November 26, 2024, 6:25 pm
 

উগ্রপন্থীর বিচার তার ধর্ম দেখে হয় না, সারজিস আলমের হুঁশিয়ারি

  • Update Time : Tuesday, November 26, 2024
  • 5 Time View
উগ্রপন্থীর বিচার তার ধর্ম দেখে হয় না, সারজিস আলমের হুঁশিয়ারি

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: ষড়যন্ত্রকারীদের বিন্দুমাত্র ছাড় নয় বলেও হুঁশিয়ারি দিয়ে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন দেশে যারা ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন সারজিস।

তিনি লিখেছেন, ধর্মকে টুল হিসেবে ব্যবহার করে কোনো ব্যক্তি, সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠন যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে তবে সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে ৷ যেই জড়িত থাকুক না কেন, খুনের সর্বোচ্চ শাস্তি চাই ৷ ষড়যন্ত্রকারীদের বিন্দুমাত্র ছাড় নয় ৷ বেশি ছাড় পেলে মাথায় উঠে নাচবে ৷

তিনি আরো বলেন, উগ্রপন্থীর বিচার তার ধর্ম দেখে হয় না, উগ্রপন্থিতা দেখে হবে। এদিকে বিকেলে এক স্ট্যাটাসে গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

এ দিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসের বিরুদ্ধে সরকারই যথাযথ ব্যবস্থা নেবে। সবাইকে ধৈর্যধারণ করার এবং কোনো প্রকার উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বান রইল।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ