1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ঈদের আগে বঙ্গবাজারে অস্থায়ী দোকান বসবে - DeshBideshNews
November 30, 2024, 4:28 pm
 

ঈদের আগে বঙ্গবাজারে অস্থায়ী দোকান বসবে

  • Update Time : Thursday, April 6, 2023
  • 91 Time View
ঈদের আগে বঙ্গবাজারের ব্যবসায়ীদের অস্থায়ীভাবে বসার ব্যবস্থা করা হবে

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান জানিয়েছেন, বঙ্গবাজারের ব্যবসায়ীদের ঈদের আগে অস্থায়ীভাবে বসার ব্যবস্থা করা হবে। বৃহস্পতিবার সকালে বঙ্গবাজারে ধ্বংসস্তূপ পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পর এ কথা জানান তিনি।

সালমান এফ রহমান বলেন, ‘পুড়ে যাওয়া মার্কেটের জায়গায় বহুতল মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তবে সে ক্ষেত্রে হাইকোর্টে ব্যবসায়ীদের দায়ের করা রিট প্রত্যাহার করতে হবে। তারপর নতুন নকশা করে বহুতল মার্কেট নির্মাণ করা হবে। মূল নকশা করাই আছে, প্রয়োজনে সেটা আপডেট করা হবে।’ পরে আগুনে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে জানিয়ে সালমান এফ রহমান বলেন, ‘রবিবার তালিকা জমা দেবেন ব্যবসায়ীরা।’

মঙ্গলবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে রাজধানীর বঙ্গবাজার পুড়ে গেছে। মার্কেট কমপ্লেক্সের সাতটি মার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে। সেদিন ১২টা ৩৬ মিনিটে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বিভিন্ন জায়গায় চাপা পড়া আগুন বারবার জ্বলেছে সারা রাত।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ