1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস (রহ) এর ইন্তেকালে বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ - DeshBideshNews
November 24, 2024, 4:38 am
 

আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস (রহ) এর ইন্তেকালে বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

  • Update Time : Wednesday, February 23, 2022
  • 511 Time View

আল্লামা হবিবুর রহমান (রহ) ছিলেন হাদীসে নববীর একনিষ্ঠ খাদিম, দেশে ও জাতির গৌরব

হাদীস জগতের উজ্জল নক্ষত্র শায়খুল হাদীস হযরত আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস (রহ.) এর ইন্তেকালের খবরে দেশ বিদেশে তাঁর ছাত্র মুহিব্বীন ও মুরিদানদের শোকে মোহ্যমান করে তুলে। তাৎক্ষণিকভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদ, মাদরাসা ও সংগঠনের উদ্যোগে কুরআন খতম, মিলাদ শরীফ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। একইসাথে দেশ বিদেশ থেকে উলামায়ে কিরাম ও সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করে বার্তা প্রেরণ করা হয়।

সাইয়িদ মোহাম্মদ হাবীব আল আসীম, মাদিনাঃ
সাইয়িদ হাবীব আল আসীম এক শোক বার্তায় বলেন- আল্লামা হবিবুর রহমান এর ইন্তেকালে এই উম্মাহ’র মাঝে এক বড় শূন্যতা সৃষ্টি হল। আল্লাহ তায়ালা আপনাদেরকে সবর করার তাওফিক দান করুন। আল্লাহ তায়ালা তাঁকে রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জাওয়ারে জায়গা দান করুন। তাঁর পরিবার সন্তান ছাত্র মুহিব্বীন ও মুরিদানদের সবর করার তাওফিক দান করুন।

ড. আল্লামা তাহিরুল কাদরি, কানাডাঃ
ড. আল্লামা তাহিরুল কাদরি এক শোক বার্তা বলেন- আল্লামা হবিবুর রহমান আমাদের অত্যন্ত প্রিয় সাথি, বাংলাদেশের একজন খ্যাতনামা আলেম ও শায়খুল হাদীস ছিলেন। তিনি হযরত ফুলতলী ছাহেব কিবলাহ রহ এর দরসগাহসমুহের শায়খুল হাদীস ছিলেন। বাংলাদেশে সফরকালীন সময়ে তিনি সকাল সন্ধ্যা আমার সাথে থাকতেন। ব্রিটেনের বিভিন্ন দরস ও মাহফিলে তিনি উপস্থিত হয়েছেন এবং আমার সাথে তাঁর মোলাকাত হয়েছে। আল্লাহ তায়ালা তাঁর দরজা বুলন্দ করুন এবং নবী রাসূল শোহাদা সিদ্দীকীন ও আউলিয়ায়ে কিরামের সাথে হাশর করুন। আখেরাতে নবীজীর শাফায়াত নসীব করুন। তাঁর পরিবার, ছাত্র মুরিদানদের প্রতি আমার সালাম ও দোয়া রইল।

সাইয়িদ ওমর আহমদ আল হাবিশী, জেদ্দাহঃ
সাইয়িদ ওমর আল হাবিশি জেদ্দাহ থেকে এক শোক বার্তায় আল্লামা হবিবুর রহমান ছাহেব এর ইন্তেকালে তাঁর পরিবার ছাত্র ও সিলেটবাসীর প্রতি শোক ও সমবেদনা প্রেরণ করেন। তিনি তার বার্তায় বলেন- আল্লাহ তায়ালা হাদীসে পাকের রেওয়াতের বদৌলতে আল্লামা হবিবুর রহমান’কে রাসূলে পাকের পাশে জান্নাতুল ফেরদৌসে জায়গা দান করুন। আল্লাহ তায়ালা আমাদের সকলকে সবর করার তাওফিক দিন।

আনজুমানে আল ইসলাহ ইউকেঃ
আনজুমানে আল ইসলাহ ইউকের প্রেসিডেন্ট শায়খুল হাদীস হযরত মাওলানা আব্দুল জলিল ও সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী এক বিবৃতিতে হযরত আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বলেন- তাঁর ইন্তেকালে উম্মাহ’র মাঝে যে শূন্যতার সৃষ্টি হল তা পূরণ হবার নয়। আমরা আমাদের এক নির্ভরশীল অভিভাবককে হারালাম। তাঁর মত বিদগ্ধ আলেম আমাদের দেশে খুব কমই আছেন এব তাঁকে হারিয়ে আমরা আজ যেন অভিভাবকহীন হয়ে পড়লাম। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি হাদীস শরীফের খিদমতে নিয়োজিত ছিলেন। আল্লাহ তায়ালা তাঁর হাবীবের হাদিস শরীফ এর এই খাদেমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন, পরিবার পরিজন ও ছাত্র শুভাকাংখীদের সবর এখতিয়ারের তাওফিক দান করুন।

লাতিফিয়া উলামা সোসাইটি ইউকেঃ
লাতিফিয়া উলামা সোসাইটি ইউকে এর প্রেসিডেন্ট হযরত মাওলানা শেহাব উদ্দীন ও সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী এক বিবৃতিতে শাইখুল হাদীস হযরত আল্লামা হবিবুর রহমান এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বলেন- আমরা উলামা সমাজই কেবল নয় বরং দেশ বিদেশের লক্ষ লক্ষ মুসলমান সত্যিকারের একজন অভিভাবককে হারিয়েছে। তাঁর অভাব পূরণ হবার নয়। সর্বদাই আমরা তাঁর শূন্যতা অনুভব করবো। তিনি দ্বীনি খিদমতে যে সমস্ত কিতাব রেখে গেছেন তা আমাদের জন্য অন্যতম গাইডেন্স হয়ে থাকবে। আল্লাহ তায়ালা তাঁর সকল খিদমতকে কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। পরিবার পরিজন ও শুভাকাংখীদের সবর করার তাওফিক দান করুন।

আনজুমানে আল ইসলাহ ইউকে মিডল্যান্ডস ডিভিশন ও বার্মিংহাম শাখাঃ
আনজুমানে আল ইসলাহ ইউকে মিডল্যান্ডস ডিভিশনের প্রেসিডেন্ট প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান ও বার্মিংহাম শাখার প্রেসিডেন্ট মাওলানা মোঃ হুসাম উদ্দিন আল হুমায়দী এক বিবৃতিতে হযরত আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বলেন- তিনি যুগের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস এবং দ্বীন ইসলামের খাদেম ছিলেন। মানুষের সম্মুখে তিনি খুবই সুন্দর সহজ ও সাবলীল ভাষায় দ্বীনের বয়ান পেশ করতেন। মহান আল্লাহ তায়ালা তার সকল খেদমতকে কিয়ামতের দিন নাজাতের উসিলা হিসেবে কবুল করুন।

পৃথক পৃথক বিবৃতিতে দারুল হাদীস লাতিফিয়া, লাতিফিয়া ক্বারি সোসাইটি ইউকে, লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স বার্মিংহাম, ফুলতলী ফাউন্ডেশন ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগঠন ও সংগঠনের শাখা সমূহের নেতৃবৃন্দ প্রখ্যাত এই আলেমের ইন্তেকালে শোক প্রকাশ করেন।

বিবৃতিতে আগামী ৭ মার্চ তাঁর বাড়ি সংলগ্ন মাঠে আয়োজিত ঈসালে ছাওয়াব মাহফিলকে সফল ও সার্থক করে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, হযরত আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস গত ৭ ফেব্রুয়ারি তাঁর নিজ বাড়ি জকিগন্জ থানার রারই গ্রামে ইন্তেকাল করেন। তিনি দেশের একজন খ্যাতনামা মুহাদ্দিস ও বুযুর্গ ছিলেন। কর্মজীবনে বহু মাদরাসা ও সংগঠনের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি আরব আমিরাতের বিচার বিভাগের একজন কাজী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ