দেশ-বিদেশ নিউজ ডেস্ক : রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে দুই বছরের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত পদে চুক্তিভিত্তিক নিয়োজিত বিসিএস পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আহসানকে তার পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে চলতি বছরের ১ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই পুনঃচুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে পূর্বের চুক্তিপত্রের শর্তাবলি অপরিবর্তিত রেখে পুনরায় চুক্তিপত্র সম্পাদন করতে হবে।