1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের - DeshBideshNews
November 27, 2024, 7:24 pm
 

আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের

  • Update Time : Sunday, July 14, 2024
  • 49 Time View
আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ‘সন্তোষজনক’ বৈঠকের পরদিন রোববার (১৪ জুলাই) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের এক সভা হয় অনলাইনে। সেই সভার সিদ্ধান্ত মোতাবেক, দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তবে, তারা আশা করছেন সরকার দ্রুত তাদের দাবি পূরণ করবে।

আজকের সভার সিদ্ধান্তের বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতারুল ইসলাম বলেন, আজকের সভায় শনিবারের বৈঠকের বিষয়টি জানানো হয়েছে। এ নিয়ে বিস্তারিত অবহিত করা হয়েছে। যেহেতু আমাদের দাবি পূরণ হয়নি, তাই আন্দোলন চলছে এবং চলবে। তবে, শনিবারের বৈঠকে আমাদের লিখিত বক্তব্য গ্রহণ করা হয়েছে এবং বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। তাই আমরা আশা করছি দ্রুত আমাদের দাবি পূরণ করা হবে।

উল্লেখ্য, সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমের প্রজ্ঞাপন বাতিল করাসহ ৩ দফা দাবিতে গত ১ জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা একযোগে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। এ কারণে ক্লাস পরীক্ষা হচ্ছে না। প্রশাসনিক ভবনেও কোনও কাজ হচ্ছে না। ফলে বিশ্ববিদ্যালয়ে সেবা নিতে যাওয়া শিক্ষার্থীরা বেশ ভোগান্তি পোহাচ্ছেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ