1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
৪১ জন বাংলাদেশি মিয়ানমারে সাজা ভোগের পর দেশে ফিরেছেন - DeshBideshNews
November 25, 2024, 1:26 am
 

৪১ জন বাংলাদেশি মিয়ানমারে সাজা ভোগের পর দেশে ফিরেছেন

  • Update Time : Wednesday, March 23, 2022
  • 328 Time View

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : ৪১ জন বাংলাদেশি মিয়ানমারে সাজা ভোগের পর দেশে ফিরেছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র প্রচেষ্টায় এসব বাংলাদেশীকে আজ বুধবার (২৩ মার্চ) বিকেলে দেশে ফেরত আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মো. ইফতেখার।

মিয়ানমার থেকে ফেরত আসা বাংলাদেশী নাগরিকরা হলেন জাকির হোসাইন, নুরুল আবছার, মোহাম্মদ আইয়ুব খান, মোহাম্মদ আব্দুল্লাহ, মো. সিরাজুল ইসলাম, সাদ্দাম হোসাইন, আব্দুল রশিদ, মোহাম্মদ সাকিব, মং থিং মারমা, চাইলাপ্রু মারমা, নথিমং মারমা, মংলংচিং মারমা, ইউ মং চিং মারমা, হালিমা খাতুন উছাথুই মারমা, চাইন ডু অং মারমা, হারমনি ত্রিপুরা, হেহে ত্রিপুরা, ডানিয়েল ত্রিপুরা, থোয়াই না চাই, সচিং ইউ মারমা, থোয়াই কী চি, সাধু অং মারমা, হা সুইচিং মারমা, পাই সা খুই মারমা, আলী আহমেদ, মোহাম্মদ শরীফ, ইমরান হোসাইন, নুর কাশেম, নুর আলম, মো. আলম, করিম উল্লাহ, মোর্শেদ আলম, মো. রফিক, জানে আলম, মুজিব উল্লাহ, সুলতান, মকবুল মাঝি, সাদেক মোহাম্মদ সলিম।

আজ বুধবার টেকনাফ জেটিঘাটে এক সংবাদ সম্মেলনে মাধ্যমে টেকনাফ ২-বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মো. ইফতেখার জানান- গত ২০২১ সালের ৬ মে বাংলাদেশী ৪১ নাগরিকের মিয়ানমারের বিভিন্ন কারাগারে সাজাভোগ শেষ হয়। কিন্তু কোনোভাবেই তাদের মিয়ানমার থেকে পাঠানো হয়নি। ফলে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছিলেন তারা।

বিষয়টি জানার পর থেকেই সরকারের সংশ্লিষ্টদের মাধ্যমে বিজিবি এবং মিয়ানমারের সিতওয়েতে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলেট’র দীর্ঘ অক্লান্ত প্রচেষ্টা এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা হয়।

তারই ধারাবাহিকতায় আজ বুধবার বেলা ১০টা হতে আড়াইটা পর্যন্ত মিয়ানমার এর অভ্যন্তরে অধিনায়ক পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের মাধ্যমে উল্লেখিত বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৈঠকে ১৬ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্বে দেন টেকনাফ ২-বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এবং বিজিপি’র ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পুলিশ লে. কর্নেল কাও না ইয়াং শো। এ সময় বাংলাদেশ-মিয়ানমারের সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এছাড়াও উভয় দেশের পারস্পরিক সৌহাদ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উত্তরোত্তর উন্নতি এবং সহযোগিতা বৃদ্ধির জন্য উভয় দেশের প্রতিনিধি দল মতামত ব্যক্ত করেন ।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ