সোহেল আহমদ চৌধুরী, বার্মিংহাম প্রতিনিধি : হবিগঞ্জ – লাখাই- শায়েস্তাগঞ্জ থেকে বার বার নিবার্চিত হবিগঞ্জের গণ মানুষের নেতা এডভোকেট আলহাজ্ব মোহাম্মদ আবু জাহির এমপির যুক্তরাজ্যের বার্মিংহামে আগমন উপলক্ষে বার্মিংহাম ও তাঁর আশপাশের শহরগুলোতে বসবাসরত হবিগঞ্জবাসির উদ্দ্যোগে স্থানীয় একটি হলে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এডভোকেট আলহাজ্ব মোহাম্মদ আবু জাহির হবিগঞ্জ জেলাকে বদলে দেওয়ার , সেই রূপকথার নায়কের নাম। সিলেট বিভাগে যার নাম প্রতিনিয়ত উচ্চারিত হয় আধুনিক হবিগঞ্জের রূপকার হিসাবে , গণ মানুষের নেতা হিসাবে।হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল, কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দ্রস্টা , হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম, শায়েস্তাগঞ্জ উপজেলা, জেলার বিভিন্ন থানা ও ইউনিয়নে ৮/১০টি কলেজ, বিজনেস পার্কসহ অসংখ্য উন্নয়নের রূপকার আধুনিক হবিগঞ্জের প্রতিষ্ঠার নায়ক সবার প্রিয় জননেতা এডভোকেট আলহাজ্ব মোহাম্মদ আবু জাহির।
মঙ্গলবার সন্ধায় স্মলহীতের স্থানীয় হলটি ছিল লোকে লোকারণ্য । মনে হয়েছে ছোট একটি হবিগঞ্জ , প্রাণ প্রিয়নেতাকে এক নজর দেখতে । হবিগঞ্জের উন্নয়নের ফিরিস্ত তাঁর মুখ থেকে শুনতে সবাই এসেছিলেন সেই বিকাল থেকে মধ্য রাত পর্যন্ত।
হবিগঞ্জ সোসাইটির সভাপতি রানা মিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুন্তাকিম ও আব্দুল আহাদ সুমনের সঞ্চালনায় । উক্ত মত বিনিময় সভায় উপস্থিত শ্রোতা দর্শকদের মধ্যে থেকে হবিগঞ্জ জেলা ও আশপাশের উপজেলা শহর ও ইউনিয়ন গুলোর যে অকল্পনীয় উন্নয়ন হয়েছে ।তাঁর সুফল কিভাবে জেলাবাসি ভোগ করবে বা এই উন্নয়নের ধারাবাহিকা কিভাবে ধরে রাখা যায় সেই ব্যাপারে সেই লক্ষ্যে সবাই বিভিন্ন মুল্যবান মতামত ব্যক্ত করেন সংসদ সদস্য মহোদয়ের সামনে।
প্রশ্ন উত্তর পর্বে মতবিনিময় সভার প্রধান আকর্ষন ছিল। মাননীয় সংসদ সদস্য মহোদয় ধারাবাহিক ভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর সুন্দর ভাবে অত্যন্ত দায়িত্বশীলতার সহিত দেন। তিনি শেখ হাসিনা সরকারের সময় দেশের প্রতিটি জেলায় যে উন্নয়ন হচ্ছে নতুন নতুন রাস্তা ব্রিজ ফ্লাই ওভার স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ব বিদ্যালয় সহ যে সকল অবকাঠামো তৈরি হচ্ছে তাঁর এবং হবিগঞ্জের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে গ্রাম পর্য্যায়ে নতুন নতুন অবকাঠামো তৈরি হচ্ছ । হবিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের এক গ্রাম থেকে অন্য গ্রামের সাথে সংযোগ সড়ক তৈরি করে যোগাযোগ ব্যবস্থাকে আরো সহজ করা হয়েছে।
তিনি নিজে উদ্দ্যোগি হয়ে হবিগঞ্জের লাখাই দিয়ে নতুন বাইপাস সংযোগ সড়ক তৈরি করে ঢাকা হবিগঞ্জ মহা সড়কের সাথে সংযোগ করে দেওয়ার কারণে ঢাকা হবিগঞ্জের দুরত্ব ৪৫ মাইলের মত কমে আসে।মোহাম্মদ আবু জাহির এমপি তাঁর দীর্ঘ বক্তব্যে বর্তমান শেখ হাসিনা সরকারের উন্নয়নের যে ধারাবাহিকতা তা বজায় রেখে দেশের জনগণের জন্য নানা মুখি উন্নয়নের যে সংগ্রাম । দারিদ্রতার বিরুদ্ধে যে সংগ্রাম ,সেই সংগ্রামে বাংলাদেশের মানুষকে শরীক হয়ে । প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে আধুনিক দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামকে আরো তরান্বিত করতে হবে ।
আগামী নির্বাচনে সকল দেশপ্রেমিক জনগণকে নৌকার পক্ষে কাজ করে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিবেন বলে আশা ব্যক্ত করেন। সবাই মুক্তিযোদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ ভাবে এক হয়ে কাজ করার জন্য নেতাকর্মি ও সর্বস্তরের মানুষের প্রতি উদ্ধার্থ আহ্বান জানান।বৃটেনের বিভিন্ন শহর থেকে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফরহাদ চৌধুরী এমবিই, কামরুল ইসলাম চুনু ,কমরেড মসুদ আহমদ, ডাঃ আব্দুল খালিক, শাহ আবিদ, শমসেদ বক্ত চৌধুরী, খসরু খাঁন, সাইফুল আলম ,জমসেদ আলী , কবির উদ্দিন , সোহেল আহমদ চৌধুরী, মোহাম্মদ শুকুর , রহমত আলী, শেখ মোস্তাফিজুর রহমান দিপু, মোহাম্মদ হেলাল উদ্দিন , গোলাম মোস্তফা, ইউসুফ চৌধুরী , কামাল আহমদ , কুহিনুর আহমদ, জিয়া তালুকদার প্রমুখ ।