ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিক কোনা বাজারে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ‘মানিক কোনা প্রোগ্রেসিভ ফোরাম’র উদ্যোগে ১ এপ্রিল শুক্রবার বিকেলে প্রায় ২০০ জন সল্প আয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যা একটি ছোট পরিবারের এক সপ্তাহের খাবার।
ডাঃ রওশন আলীর সভাপিত্বে তরুণ সমাজ সেবক এপেক্সিয়ান আবজাল হোসেনে উপস্থাপনায় বক্তব্য রাখেন- সমাজ সেবক মাহবুবুর রহমান ভিপি বাবু, সমাজ সেবক এম এ রহমান তিতন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- রুহেল আহমেদ, সালা উদ্দিন, মিনহাজ উদ্দিন ললাই, মাওলানা জিল্লুর রহমান, জুয়েল আহমেদ, মনজুর রহমান, জুবেল আহমেদ, বদরুল আলম, কারী আমির হোসেন, রায়হান উদ্দিন- প্রমূখ।
বক্তারা বলেন- বৃহত্তর মানিক কোনা গ্রামের প্রবাসীদের অথার্য়নে প্রতি বছরের ন্যায় এবারও মানিক কোনা প্রোগ্রেসিভ ফোরাম’র উদ্যোগে প্রায় ২০০ টি পরিবারের মাঝে এক সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি ২০০ টি পরিবারকে সহযোগিতা করতে। আর তাদের এ কাজ অব্যাহত থাকবে বলে জানান বক্তারা।