1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
সদ্য প্রয়াত সহযোদ্ধা সৈয়দ এলাহি হক শেলুকে শ্রদ্ধার সাথে স্মরণ - DeshBideshNews
November 28, 2024, 9:26 pm
 

সদ্য প্রয়াত সহযোদ্ধা সৈয়দ এলাহি হক শেলুকে শ্রদ্ধার সাথে স্মরণ

  • Update Time : Tuesday, November 15, 2022
  • 89 Time View
সদ্য প্রয়াত সহযোদ্ধা সৈয়দ এলাহি হক শেলুকে শ্রদ্ধার সাথে স্মরণ

সদ্য প্রয়াত সহযোদ্ধা সৈয়দ এলাহি হক শেলুকে শ্রদ্ধার সাথে স্মরণ

সোহেল আহমদ চৌধুরী, বার্মিংহাম প্রতিনিধি : প্রতিটি মানুষ তাঁর চিরন্তন নিয়মে একদিন যাত্রা করতে হয় অনন্তের পথে আর সেটা আল্লাহপাকের সৃষ্টি প্রতিটি মানুষের বেলায় অবধারিত। হয়ত আমাদের কিছু প্রিয়জন নির্ধারিত বয়স বা সময়ের আগে সকল বন্ধন ছিন্ন করে পাড়ি দিয়েছেন অনন্তের পথে। সেই রকম এক সাথী বন্ধু সহযোদ্ধা সৈয়দ এলাহি হক শেলু ।যার স্মরণে আজকের শোক সভা ও দোয়া মাহফিল ।

বার্মিংহামে বসবাসরত মৌলবীবাজারের প্রবীণ কমিউনিটি নেতা মৌলভীবাজারের কৃতি সন্তান কমরেড মসুদ আহমদের সভাপতিত্বে ও সৈয়দ হেমায়েত কবির শিপার ও নুরুল ইসলামের সঞ্চালনায় উক্ত শোক সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, কুইন্স পার্ক বাংলাদেশী এসোসিয়েশনের সাবেক চেয়ার কয়সর আহমদ, মৌলভীবাজার জেলা জনকল্যান কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ জমসেদ আলী, মরহুমের ভাই সৈয়দ শামিম ইসলাম, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাব মিডল্যাডের সভাপতি মোহাম্মদ মারুফ, হবিগঞ্জ সোসাইটির সেক্রেটারি মোহাম্মদ মুন্তাকিম, কমিউনিটি ব্যক্তিদ্বয়ের মধ্যে আব্দুল লতিফ জেপি, কাজী জাওয়াদ, কবির উদ্দিন, মোহাম্মদ সানু, এনামুল হক নেপা, বদরুল আলম চৌধুরী, ড. মিসবাহুর রহমান, পথিক চৌধুরী জিলু, জুনেদুর রহমান, জয়দেব দুলু, ইসমত আলী, শাহ রুকনুজ্জামান, তোফায়েল আহমদ, রুহুল আমিন রুহেল, সৈয়দ শহিদ আলী, রহমত আলী, মোহাম্মদ ইসলাম, সাংবাদিক আতিকুর রহমান, জাহাঙ্গীর বকস, সুয়েব চৌধুরী,আব্দুল লতিফ, এডঃ নজরুল ইসলাম, সাইফুর রহমান বাসিক, রাজু চৌধুরী, সৈয়দ রুমেল, সুমন আহমদ, মোহাম্মদ রফু, মজনু মিয়া প্রমুখ ।

সদ্য প্রয়াত সহযোদ্ধা সৈয়দ এলাহি হক শেলুকে শ্রদ্ধার সাথে স্বরণ

বক্তারা সৈয়দ এলাহি হক শেলুর কর্মময় সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনের তাঁর বিভিন্ন কাজ নিয়ে স্মৃতিচারণ করেন। মুক্তিযোদ্ধের চেতনাকে সব সময় নিজের বুকে ধারন করে সমাজ বদলের লড়াইয়ে সকল দেশপ্রেমিক মানুষকে উদ্বুদ্ধ করার যে ক্ষমতা সাংগঠনিক দক্ষতা ছিল। সারাজীবন মেহনতি মানুষের পক্ষে মুক্তিযোদ্ধের পক্ষে নিঃসংকোচে কথা বলার যে শক্তি ছিল যা আজকের সমাজে খোঁজে পাওয়া দুস্কর। বার্মিংহামের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গন একজন সাহসী যোদ্ধা হারালো। মরহুম সৈয়দ এলাহি হক শেলু তাঁর অতীতের গৌরবময় কাজের জন্য কমিউনিটির মানুষের হৃদয়ে যুগ যুগ ধরে বেঁচে থাকবেন সকল বক্তরা তাই আশা রাখেন।

পরিশেষে মাওলানা ফয়সলের মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহপাকের দরবারে ।মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে , কবরের অনন্তকালের জীবনকে যেন শান্তিময় করে দেন আল্লাহ রাব্বুল আলামীন মরহুম সৈয়দ এলাহি হক শেলুর কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন আমীন ।
উক্ত শোক সভা ও দোয়া মাহফিলে মরহুমের পরিবার আত্মীয় স্বজন ছাড়াও কমিউনিটির সর্বস্তরের মানুষ জন স্বতঃস্ফূর্ত ভাবে দোয়ায় অংশগ্রহন করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন । দোয়া শেষে উপস্থিত মুসল্লিগণের মধ্যে শিরনি বিতরনের মাধ্যমে সমাপ্তি হয়।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ