1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির নক্ষত্র এনাম আলীর বিদায় - DeshBideshNews
November 26, 2024, 2:29 pm
 

যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির নক্ষত্র এনাম আলীর বিদায়

  • Update Time : Sunday, July 24, 2022
  • 342 Time View
যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির নক্ষত্র এনাম আলীর বিদায়

দেশ বিদেশ নিউজ : যুক্তরাজ্যে বাংলাদেশী কমিউনিটির এক উজ্জ্বল নক্ষত্র, উদ্ভাবনী চিন্তা-চেতনার অধিকারী সফল সংগঠক ও স্বনামধন্য ব্যক্তিত্ব এনাম আলী এমবিই আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা’জিউন)। ইংল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ১৭ জুলাই রোববার তিনি ইন্তেকাল করেন। সেখানে তিনি কয়েক সপ্তাহ ধরে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

এনাম আলীর শেষ বিদায়ে হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি কমিউনিটিতে কেমন জনপ্রিয় ছিলেন। কমিউনিটির অগ্রযাত্রায় উনি সবসময় কাজ করে গেছেন। তার পাশের বাসার একজন জানান, তিনি ছিলেন আমার জন্য নান্টু ভাই। এটা উনার ডাক ছিলো। তিনি ছোটবেলা থেকে সদা হাস্যোজ্জ্বল মানুষ ছিলেন। মানুষের প্রতি ছিলো উনার অগাধ ভালোবাসা। বিশ্ব বাঙালির মানচিত্রে উনি একজন সেরা বাঙালি হিসেবে বেঁচে থাকবেন বলেও উল্লেখ করেন তার জানাযায় আশা শুভাকাঙ্খিরা।

এনাম আলী এমবিই ১৯৬০ সালের ১ জানুয়ারি সিলেটের দক্ষিণ সুরমার মোগলা বাজার এলাকায় জন্মগ্রহণ করেন।‌ ১৯৭৪ সালে এনাম আলী যুক্তরাজ্যে পাড়ি জমান। বিলেত গমণের পর তিনি কাজের পাশাপাশি ওল্ডহাম টেকনিক্যাল কলেজ, নর্দাম্পটন টেকনিক্যাল কলেজ এবং নর্থ ইস্ট সারে কলেজে অধ্যয়ন করেন। ১৯৭৯ সালে তিনি ক্যাটারিং ব্যবসার সাথে সম্পৃক্ত হন। ইংল্যান্ড এর বৃহত্তর সারে অঞ্চলের এপসম ডাউন এলাকায় প্রতিষ্ঠিত তাঁর “লী রাজ রেস্টুরেন্ট” সমগ্র যুক্তরাজ্যের মধ্যে একটি স্বনামধন্য রেস্তোরাঁ।

ব্যবসায়িক এবং পেশাগত জীবনে সফলতার স্বীকৃতি স্বরূপ এনাম আলী নানা পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। নিজ মাতৃভূমি এবং বিলেতের বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক, সেবামূলক ও কমিউনিটি সংগঠন-প্রতিষ্ঠানের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ