প্যারিস থেকে নিজস্ব প্রতিনিধি : ফ্রান্স বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ও প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে প্যারিসে হয়ে গেল জয়বাংলা উৎসব।
বৃহস্পতিবার প্যারিসের স্থানীয় একটি হলে এ উৎসবে দেশের কল্যাণে উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রদূত কে এম তালহা। এছাড়াও উৎসবে ভার্চুয়ালি যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় তিনি প্রবাসীদের স্বাধীনতার ৫১তম বার্ষিকীতে শুভেচ্ছা’র পাশাপাশি জয়বাংলা স্লোগানকে ধারণ করে দেশের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এমদাদুল হক স্বপনের সঞ্চালনায় উৎসবে উপস্থিত ছিলেন- দূতাবাসের কাউন্সিলর এসএম মাহবুবুল আলম, হেড অব চ্যান্সরি ওয়ালিদ বিন কাশেম, আয়েবা মহাসিচব কাজী এনায়তে উল্লাহসহ ফ্রান্স আওয়ামী লীগের নেতা ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।