1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
পুলিৎজার জিতলেন বাংলাদেশি ফাহমিদা আজিম - DeshBideshNews
November 24, 2024, 6:04 am
 

পুলিৎজার জিতলেন বাংলাদেশি ফাহমিদা আজিম

  • Update Time : Monday, August 22, 2022
  • 293 Time View

দেশ বিদেশ নিউজ : ২০২২ সাল, এ বছর সাংবাদিকতা ও প্রকাশনায় সম্মানজনক পুরস্কার পুলিৎজার জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিক ফাহমিদা আজিম। ফাহমিদাই বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম আমেরিকান যিনি পুলিৎজার পুরস্কার পেয়েছেন।

২০২১ সালের ২৮ ডিসেম্বর ইনসাইডার ওয়েবসাইটে প্রকাশিত ‘হাউ আই এস্কেপড অ্যা চাইনিজ ইন্টার্নমেন্ট ক্যাম্প’ শিরোনামের একটি সচিত্র প্রতিবেদনের জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারি’র জন্য পুলিৎজার বিজয়ী দলের সদস্য হিসেবে ফাহমিদাকে নাম ঘোষণা করেছে ইনসাইডার।

ফাহমিদা ছাড়াও বিজয়ী দলে- অ্যান্থনি ডেল কোল, জোশ অ্যাডামস ও নিউ ইয়র্কের ইনসাইডারের ওয়াল্ট হিকি রয়েছেন বলে পুলিৎজার কর্তৃপক্ষের ওয়েবসাইটে জানা গেছে।

পুলিৎজার পুরস্কারকে সাংবাদিকতা ও প্রকাশনার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে মনে করা হয়।

চলতি বছরের শুরুতে ‘সামিরা সুফি’ বইয়ে ইলাস্ট্রেশনের জন্য ‘গোল্ডেন কাইট’ পুরস্কার পান ফাহমিদা। দ্য নিউ ইয়র্ক টাইমস, এনপিআর, গ্ল্যামার, সায়েন্টিফিক আমেরিকান, দ্য ইন্টারসেপ্ট ও ভাইসসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন ফাহমিদা।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ