কামরুল আই রাসেল, লন্ডন প্রতিনিধি : আগামি জাতীয় সংসদ দ্বাদশ তম নির্বাচনকে সামনে রেখে হঠাৎ করেই রঞ্জিত সরকার লন্ডন সফরে। সুনামগঞ্জ-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. রঞ্জিত সরকার সম্প্রতি সময়ে দেখা করেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। এক সাপ্তাহের মধ্যে তিনি লন্ডন সফরে আসায় দলীয় অনেকেই মনে করছেন সিলেট বিভাগের রাজনীতিতে লন্ডন থেকে কিছুটা সিদ্ধান্ত হয়। তাই রঞ্জিত সরকার সেই পথে নিজেকে এগিয়ে নিতে তার এই লন্ডনে ছুটে আসা।
একটি সূত্র নিশ্চিত করে সুনামগঞ্জ-১আসন থেকে আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থিতা নিশ্চিত হওয়ার পথে রঞ্জিত সরকার রয়েছেন। দলিয় সভাপতি শেখ হাসিনা তরুণ নেতৃত্বে আগামি সরকার গঠনের পক্ষে। তাই তৃণমূল থেকে উঠে আসা দলের দুর্দিনে দলের জন্য নিবেদিত রঞ্জিত সরকার দলিয় মনোনয়ন নিয়েই দ্বাদশ সংসদ নির্বাচন করবেন।
২২জুলাই শনিবার বিকেলে লন্ডনের হিত্রো আন্তর্জাতিক বিমান বন্দরে যুক্তরাজ্য আওয়ামী পরিবারের পক্ষ থেকে এ্যাড. রঞ্জিত সরকারের লন্ডন আগমণ উপলক্ষে এক সংবর্ধনাও প্রদান করা হয়। এ্যাড, রঞ্জিত সরকারে সাথে সফর সঙ্গি হিসেবে ছিলেন। সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান, সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন আব্দুল আহাদ চৌধুরী, মকসুদুর রহমান, খসরুজ্জামান খসরু, সেলিম আহমদ খান, নাজমল ইসলাম, সফিক আহমদ, মাহবুবুর আহমেদ, আকিক হোসাইন, তুরন মিয়া, আব্দুল মজিদ, ওয়াহিদুর রহমান, দেলওয়ার হোসেন লিটন, দিপংকর তালুকদার, আবুল কালাম, শাবুল আহমেদ, জাবেদুর রহমান চৌধুরী, তারেক আহমদ, কাইয়ুম চৌধুরী, সাহেল আহমেদ তফাদার, সিনু মিয়া প্রমুখ।