বার্মিংহাম থেকে কাজী সিপন : এমপি হাবিবের দু’নয়ন সিলেট ৩ আসনের উন্নয়ন। ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিন সুরমা উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নের লক্ষে দীর্ঘ ১২ বছর ধরে কাজ করছেন এবং নির্বাচিত হওয়ার পর থেকে (৯মাস) সিলেট ৩ আসনের উন্নয়ন কিভাবে করবেন সেই লক্ষে কাজ করে যাচ্ছেন নবনির্বাচিত এমপি হাবিবুর রহমান হাবিব।
যুক্তরাজ্যের লন্ডনে ‘দেশ বিদেশ’ পত্রিকার সম্পাদক বদরুল আলমের সাথে একটি সাক্ষাৎকারে তিনি উন্নয়নের বাজেট স্থাপনের কথা তুলে ধরেছেন।
বরাদ্দকৃত বাজেট ও উন্নয়নের এলাকাসমুহঃ
বালাগঞ্জ কুশিয়ারা ডাইকের রাস্তার কাজ (বাজেট ২৪কুটি টাকা) শুরু করা হয়েছে, তবে বৃষ্টির কারণে রাস্তার কাজে বিঘ্ন ঘটছে। ইনশাআল্লাহ আগামী ডিসেম্বর মাসের মধ্যে রাস্তার কাজ সম্পূর্ণ হবে বলে আশ্বাস দিয়েছেন এমপি হাবিবুর রহমান হাবিব।
বাংলাগঞ্জের আতাশনের রাস্তার কাজের জন্য (১ কুটি টাকা) বরাদ্দ করা হয়েছে এবং কুশিয়ারা নদীর উপরে সেতু ভিত্তি স্থাপন করবেন বলে আশ্বাস দিয়েছেন এমপি হাবিবুর রহমান হাবিব।
বালাগঞ্জ উপজেলা পরিষদের নতুন ভবন ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়ায় চলে গেছে, ( সাড়ে ১৩ কুটি টাকা ) ব্যয়ে বালাগঞ্জের পুরনো ভবন’টি ভেঙ্গে তিনি নতুন ভবনের কাজ শুরু করবেন বলে আশ্বাস দিয়েছেন। বালাগঞ্জ বাজার জ্বলাবদ্দতা থেকে মানুষজন’কে শান্তিতে চলাফিরা করার জন্য ২ কুটি টাকা ব্যয়ে ড্রেইন ও জলাবদ্দতা নিবারণের কাজ শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছেন এমপি হাবিবুর রহমান হাবিব।
এমপি হাবিবুর রহমান হাবিব আরও বলেন- দির্ঘদিন অবহেলিত থাকা সুলতানপুর সড়কের কাজ নির্মাণ শেষ করে ফুটপাতের ব্যবস্তা করা হবে।
তিনি আরো বলেন- ফেঞ্চুগঞ্জে একটি নতুন সারকারখানা স্থাপনের জন্য (৮৮২ কুটি টাকা) ব্যয়ে ভিত্তি স্থাপন করা হবে। হাকালুকি হাওরের পর্যটকদের জন্য সুব্যবস্থা ও নদী ভাঙ্গন রোধে (সাড়ে ৮ শত কুটি টাকার) প্রজেক্ট বরাদ্দ করা হয়েছে। আগামী জুন মাসেই নদী ভাঙ্গনরোধ কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন এমপি হাবিবুর রহমান হাবিব।
সিলেট ৩ আসনের মসজিদ, মাদ্রাসা, মন্দির ও সকল রাস্তার কাজের জন্য ( সাড়ে ৪ কুটি টাকা ) বরাদ্দ করা হয়েছে। ( ১৯ কুটি টাকা ) ব্যয়ে রাস্তার রিপ্রিয়ারিং কাজের বরাদ্দ করা হয়েছে বলে আশ্বাস দিয়েছেন এমপি হাবিবুর রহমান হাবিব।
এমপি হাবিবুর রহমান হাবিব এ বছরের মধ্যে সকল উন্নয়নের ভিত্তি স্থাপন করবেন বলে আশা ব্যক্ত করেছেন।