1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ইতালিতে ভৈরব পরিষদ ভেনিসের সংবাদ সম্মেলন - DeshBideshNews
November 28, 2024, 6:31 pm
 

ইতালিতে ভৈরব পরিষদ ভেনিসের সংবাদ সম্মেলন

  • Update Time : Friday, July 7, 2023
  • 96 Time View
ইতালিতে ভৈরব পরিষদ ভেনিসের সংবাদ সম্মেলন

ইতালিতে ভৈরব পরিষদ ভেনিসের সংবাদ সম্মেলন

মোহাম্মাদ উল্লাহ সোহেল, স্পেশাল প্রতিনিধি (ইতালি) : ইতালির ভেনিসে প্রতিষ্ঠিত সুনামধন্য আঞ্চলিক সংগঠন ভৈরব পরিষদ ভেনিসের নেতৃবৃন্দ ২১৯তম কার্যকরী সভা শেষে সংবাদ সম্মেলন করে। ভেনিসের মেস্রে ভেনিস বাংলা স্কুল সভাকক্ষে আয়োজিত সভায় ২০১৭ সালে প্রতিষ্ঠিত ভৈরব পরিষদ ভেনিসের ১৮ জন সদস্যকে সাময়িক অব্যাহতি প্রত্যাহার করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অনুরোধ জানানো হলে তা কার্যকরী কমিটির সিদ্ধান্তে গ্রহণ করা হয়। সেই সাথে কমিটির মেয়াদ শেষ হওয়ায় আগামী তিন মাসের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে নতুন কমিটি করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি কাজী রোনাক বলেন, ২০১৭ সাল হতে ভৈরব পরিষদ ভেনিস বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে ও মানবতার কাজ করে চলেছে।

এছাড়াও বাংলাদেশের বিভিন্ন দিবসে প্রবাসের মাটিতে বেরে উঠা শিশু কিশোর ও বসবাসকারীদের নিয়ে নানা আয়োজন করে থাকে। কভিড সময়ে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের সাহায্যে ভৈরব পরিষদের নেতৃবৃন্দ আর্থিক সহায়তা সহ নানা কর্মসূচি পালন করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন কমিটি গঠনের আগেই সংগঠনের বেশ কয়েকজন সংগঠনের কাউকে কিছু না জানিয়ে ভৈরব পরিষদ ভেনিস নামে আরেকটি সংগঠন করে আংশিক নতুন কমিটি ঘোষনা করে, যা কিনা অগণতান্ত্রিক প্রক্রিয়ার করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা বলেন, ভৈরব পরিষদ ভেনিস একটি রেজিষ্ট্রেশন করা সংগঠন। এই নাম ব্যাবহার করে একই নামে আরেকটি সংগঠন করা আইন পরিপন্থী। স্বনামধন্য এই সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে সেবামূলক কাজ করে অসহায় মানুষের পাশে থেকে কমিউনিটির উন্নয়নে কাজ করার আহবান জানানো হয়। সেই সাথে সংগঠনের বাইরে গিয়ে তিন জন সদস্য যারা কাজ করছেন, সংগঠনের সুনাম ক্ষুন্ন করছেন তাদেরকে আহবান জানানো হয় সংগঠনের সাথে যুক্ত হয়ে ভেনিসে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির জন্য কাজ করতে। সে সময় ভৈরব পরিষদ ভেনিসের প্রতিষ্ঠাতা সভাপতি, সাধারন সম্পাদক, উপদেষ্টা পরিষদ ছাড়া ও সংগঠনের অন্যান্ন নেতৃবৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ