দেশ-বিদেশ নিউজ ডেস্ক : বায়ার্ন মিউনিখ থেকে সেনেগালের তারকা স্ট্রাইকার সাদিও মানের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি আরবের ক্লাব আল নাসর। এর মাধ্যমে সাদিও মানে পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে এক ক্লাবে খেলার সুযোগ পেলেন। আর্থিকভাবে লোভনীয় সৌদি লিগে এর ফলে আরো এক হাই প্রফাইল খেলোয়াড় যুক্ত হলেন। আল নাসরের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় দুইবারের আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড় মানে বলেন, ‘এই ক্লাবের অংশ হতে পেরে আমি দারুণ খুশি।
সবার সঙ্গে দেখা করার অপেক্ষা আর শেষ হচ্ছে না।’ উভয় ক্লাবের পক্ষ থেকে লিভারপুলের সাবেক এই তারকার ট্রান্সফারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জার্মান গণমাধ্যমের দাবি, তিন বছরের চুক্তিতে প্রায় ৩০ মিলিয়ন ইউরোতে আল নাসরে এসেছেন মানে। এর সঙ্গে বোনাস মিলিয়ে আরো ১০ মিলিয়ন ইউরো যোগ হবে। এর আগে ৩১ বছর বয়সী মানে বায়ার্নের সঙ্গে বাকি থাকা দুই বছরের চুক্তি বাতিল করেন। এ সময় তিনি স্কাই জার্মানিকে বলেছেন, ‘বায়ার্ন ছাড়াটা আমার জন্য অত্যন্ত কষ্টকর। আশা করেছিলাম অন্যভাবে এই সম্পর্কের শেষ হবে।’