দেশ-বিদেশ নিউজ ডেস্ক : লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) অভিষেকেই দারুণ ব্যাট করেছেন বাংলাদেশের তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। রবিবার রাতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল কলম্বো স্টাইকার্স ও জাফনা কিংস। সেই ম্যাচে জাফনা কিংসের হয়ে অর্ধশত হাঁকিয়েছেন হৃদয়।
টসে হেরে আগে ব্যাট করতে নামে জাফনা। ৪০ রানে ২ পড়ার পর উইকেটে আসেন হৃদয়। চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৩৯ বলে ৪টি চার আর একটি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৫৪ রান করেন তাওহীদ হৃদয়। তার ফিফটিতে ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান করে জাফনা। এ ছাড়া ২৫ রান করেন দুনিত উইলালেঞ্জ।
মাত্র ৭ বলে ১৪ রান করেন অধিনায়ক থিসেরা পেরেরা। ১৬ বলে ২২ রান করে প্রাইমেল পেরেরা। ১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৫২ রানে অল আউট হয়ে যায় কলম্বো স্ট্রাইকার্স। নিরোশান ডিকভেলা সর্বোচ্চ ৩৪ বলে ৫৮ রান করেন। বাকিরা দাঁড়াতেই পারেননি। ১৯.৪ ওভারে অল আউট হয় ১৫২ রানে। প্রথম ম্যাচেই ২১ রানের ব্যবধানে জয় তুলে নেয় জাফনা কিংস। ৪ ওভারে ১৭ রানে ২ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন জাফনার বিজয়াকান্ত বিয়াসকান্ত।