1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
মেসির গোলে ফ্রেঞ্চ লিগে শীর্ষে পিএসজি - DeshBideshNews
November 24, 2024, 5:37 pm
 

মেসির গোলে ফ্রেঞ্চ লিগে শীর্ষে পিএসজি

  • Update Time : Monday, September 19, 2022
  • 117 Time View
মেসির গোলে ফ্রেঞ্চ লিগে শীর্ষে পিএসজি

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে পিএসজির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির একমাত্র গোলে জয় পেয়েছে পিএসজি। ম্যাচের ষষ্ঠ মিনিটেই বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে দেন মেসি। লিঁওর রক্ষণে হানা দিয়ে নেইমারকে বল পাঠিয়েছিলেন মেসি। গতকাল রবিবার রাতে মুখোমুখি হয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও স্বাগতিক অলিম্পিক লিঁও।

তবে সতীর্থকে আবার ফিরতি পাস দেন নেইমার। প্রতিপক্ষের বক্সের ভেতরে পাওয়া বল দারুণ দক্ষতায় জালের দিকে ঠেলে দেন মেসি। লিঁও গোলরক্ষক লোপেস অবশ্য ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু ঠেকাতে ব্যর্থ হন। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠল প্যারিসিয়ানরা। ৮ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ ২২ পয়েন্ট। অন্যদিকে, সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেল লিঁও। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মার্শেই।

পঞ্চম মিনিটে মৌসুমে নিজের চতুর্থ গোল করেন মেসি। তাতে ক্রিস্টোফার গালটিয়েরের দল ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। মার্শেই ১-১ গোলে ঘরের মাঠে স্তাদে রেনেইসের সঙ্গে ড্র করে ২ পয়েন্ট পেছনে পড়েছে। সব প্রতিযোগিতা মিলে পিএসজি ১০ ম্যাচে ৯ জয় ও এক ড্র করেছে। সবশেষ জয় আরও দারুণ হতে পারতো, কিন্তু অসংখ্য সুযোগ নষ্ট করায় এক গোলের বেশি করতে পারেনি।

দারুণ শুরু হয় পিএসজির। প্রথম সুযোগেই দলকে এগিয়ে দেন মেসি। নেইমারের পাস থেকে অ্যান্থনি লোপেসকে পরাস্ত করেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। দ্বিতীয়ার্ধে আরেকটি সুযোগ পান মেসি। কিন্তু লোপেস দুর্দান্ত সেভে স্বাগতিকদের বাঁচান। লিওঁ তাদের সেরা সুযোগ পায় ৭৬তম মিনিটে। মারকুইনহোস গোল লাইন থেকে মুসা দেম্বেলের হেড ফিরিয়ে দেন।

পিএসজির জন্য আরও দুটি সুযোগ তৈরি করেছিলেন মেসি ও নেইমার। কিন্তু লোপেস তাদের বাধা দেন। অবশ্য স্বাগতিকরা আর কখনও হুমকি হয়ে ওঠেনি প্যারিস ক্লাবের জন্য।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ