1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ভোরে মারাকানায় আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ - DeshBideshNews
November 25, 2024, 3:24 pm
 

ভোরে মারাকানায় আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ

  • Update Time : Tuesday, November 21, 2023
  • 106 Time View
ভোরে মারাকানায় আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে সবচেয়ে বাজে সময় পার করছে ব্রাজিল। এবারই প্রথম টানা দুই ম্যাচ হেরেছে। এমনটা এর আগে কখনো হয়নি সেলেসাওদের। সব মিলিয়ে শেষ তিন ম্যাচে এসেছে মাত্র ১ পয়েন্ট।

এদিকে দারুণ শুরু পেলেও উরুগুয়ের কাছে সর্বশেষ ম্যাচ হেরে আর্জেন্টিনার ছন্দে পড়েছে ছেদ। ঘুরে দাঁড়াতে চায় আলবিসেলেস্তারাও। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই জিতে কারা ছন্দে ফিরতে পারবে সেই উত্তর জানা যাবে আগামীকাল ভোরে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে। ৬৯ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে কখনো হারেনি ব্রাজিল। অতীত রেকর্ড অক্ষুণ্ণ রাখতে কঠিন চ্যালেঞ্জ উতরাতে হবে ফার্নান্দো দিনিজের দলকে। কেননা সাম্প্রতিক পারফরম্যান্স কথা বলছে না ব্রাজিলের হয়ে। তার ওপর দলে হানা দিয়েছে চোট।

নেইমার, কাসেমিরো, এদার মিলিতাও, এদেরসন ময়েস, দানিলোর পর সর্বশেষ এই দলে যোগ হয়েছে ভিনিসিয়ুস জুনিয়রের নাম। বলতে গেলে, আর্জেন্টিনার বিপক্ষে পূর্ণ শক্তির দল পাচ্ছেন না দিনিজ। তবে অন্যদের ওপরই আস্থা রাখছেন অন্তর্বর্তীকালীন এই কোচ, ‘দল কী অবস্থায় আছে, সেটা বুঝেই পরিকল্পনা সাজাচ্ছি। এই মুহূর্তে আমাদের দরকার জয়ে ফেরা। জানি, সেটা সহজ হবে না।

আর্জেন্টিনা দারুণ করছে। ওদের বিপক্ষে কঠিন লড়াই হবে। পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বাছাইয়ের পাঁচে আছে ব্রাজিল। টানা চার ম্যাচ জেতার পর উরুগুয়ের কাছে হারের তেতো স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। শীর্ষস্থান ধরে রাখতে হলে ব্রাজিলের বিপক্ষে জিততে হবে আলবিসেলেস্তেদের। উরুগুয়ের কাছে হারের ক্ষত ভুলে ছন্দে ফিরতে মুখিয়ে আছেন আনহেল দি মারিয়ারা, ‘আমাদের ওই ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে হবে এবং সামনের চ্যালেঞ্জ নিয়ে সঠিক পরিকল্পনা করতে হবে। পাঁচ দিনের ব্যবধানে দুটি কঠিন ম্যাচ। ব্রাজিল সব সময় বিপজ্জনক দল। দারুণ একটি ম্যাচ হতে যাচ্ছে।

মারাকানায় দি মারিয়ার সর্বশেষ অভিজ্ঞতা ছিল স্মরণীয়। ২০২১ কোপা আমেরিকার ফাইনালে তাঁর একমাত্র গোলেই ব্রাজিলকে হারিয়ে উৎসবে মেতেছিল আর্জেন্টিনা। এবারও দলকে জেতাতে নিজেকে নিংড়ে দিতে চান এই উইঙ্গার, ‘ব্রাজিলের মাটিতে তাদের হারানো আমাদের জন্য দারুণ কিছু। এটা আমরা সব সময় করতে চাই। এবারও আমাদের লক্ষ্য ৩ পয়েন্ট নিয়ে ফেরা।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ