দেশ-বিদেশ নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও স্বাগতিক নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে কিউই দলপতি কেন উইলিয়ামসন।
আজ বাংলাদেশের একাদশে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। বাদ দেওয়া হয়েছে সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদকে। সাকিব ছাড়াও একাদশে ঢুকেছেন শরিফুল ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। গত মার্চে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল অভিষেকের পর প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছেন অ্যাডাম মিলনে। নিউ জিল্যান্ডের একাদশে তিনি স্থলাভিষিক্ত হয়েছেন ব্লেয়ার টিকনারের।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, আফিফ হোসেন, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড দল: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।
বাংলাদেশ ও নিউজিল্যান্ড দুদলই নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে। বাংলাদেশ হেরেছে ২১ রানে, আর কিউইরা ৬ উইকেটে।