1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
প্রথমবারের মতো এশিয়া কাপে নেপাল - DeshBideshNews
November 25, 2024, 12:29 am
 

প্রথমবারের মতো এশিয়া কাপে নেপাল

  • Update Time : Tuesday, May 2, 2023
  • 87 Time View
প্রথমবারের মতো এশিয়া কাপে নেপাল

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : এসিসি প্রিমিয়ার কাপের শিরোপা জিতেছে নেপাল। কাঠমুন্ডুতে ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়েছে তারা। আমিরাতের দেওয়া ১১৮ রানের লক্ষ্যে নেপাল পৌঁছে যায় ৩০ দশমিক ৩ ওভারেই। এই জয়ের ফলে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করল আইসিসি সহযোগী সদস্য দেশটি।

নেপালের কির্তিপুরে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে বৃষ্টি কারণে ফাইনাল ম্যাচটি শেষ হয়েছে দুই দিনে। সোমবার প্রথম দিনেই কাজ এগিয়ে রাখে নেপাল। আমিরাতকে তারা গুটিয়ে দেয় ১১৭ রানে। মঙ্গলবার রিজার্ভ ডে’তে তারা রান তাড়ায় জিতে যায় তিন উইকেট হারিয়েই।

রান তাড়া করতে নেমে নেপাল ২২ রানেই হারায় ৩ উইকেট। এরপর আর কোনো বিপদ হতে দেননি গুলশান ঝা ও ভিম শার্কি। দুজনের ৯৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় নেপাল। ৬ ছক্কায় ৬৭ রানে অপরাজিত থাকেন গুলশান, ৩৬ রান নিয়ে মাঠ ছাড়েন শার্কি। আসন্ন এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে, আয়োজক পাকিস্তান। টুর্নামেন্ট হওয়ার কথা সেপ্টেম্বরে। তবে পাকিস্তানে গিয়ে খেলতে রাজী নয় ভারত, তাই টুর্নামেন্টটি ঝুলে গেছে। তবে আসরটি যেখানেই হোক, সেই আসরে প্রথমবারের মতো খেলবে নেপাল।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ