দেশ-বিদেশ নিউজ ডেস্ক : আগামী মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। এবার জানা গেল, সফরটি পিছিয়ে যাচ্ছে। তবে বেশি দিনের জন্য নয়, ২০ ফেব্রুয়ারির জায়গায় ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে ইংল্যান্ড দল। ম্যাচের সূচি থাকছে আগের মতোই। তাহলে বাংলাদেশে আগমনের সময়সূচি পিছিয়ে গেল কেন? কারণটা জানালেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে এসে ২৪ এবং ২৬ ফেব্রুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা। কিন্তু এবার তারা জানিয়েছে, প্রস্তুতি ম্যাচ দুটি খেলবে না। তথ্যটি জানিয়ে আজ রবিবার মিরপুর শেরেবাংলায় সাংবাদিকদের নিজামউদ্দিন বলেন, ‘শেষ পর্যন্ত ইংল্যান্ড দল তাদের অফিশিয়াল ম্যাচগুলোর মধ্যেই থাকতে চায়। এবার তাই (সিলেটে ম্যাচ আয়োজন) সম্ভব হয়নি। আয়ারল্যান্ডকে তো আতিথেয়তা দিচ্ছি সিলেটে।’
তবে কী কারণে সিদ্ধান্ত পরিবর্তন হলো―এমন প্রশ্নে নিজামউদ্দিন জানান, ইংল্যান্ড দল নিজস্ব পরিকল্পনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ মার্চ থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ। এরপর আছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বর্তমানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে আছে ইংল্যান্ড দল। এরপর ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হবে প্রোটিয়ারা।