1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
নিউজিল্যান্ডে হেরেই চলছে বাংলাদেশের মেয়েরা - DeshBideshNews
November 25, 2024, 2:36 am
 

নিউজিল্যান্ডে হেরেই চলছে বাংলাদেশের মেয়েরা

  • Update Time : Sunday, December 11, 2022
  • 88 Time View
নিউজিল্যান্ডে হেরেই চলছে বাংলাদেশের মেয়েরা

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজে ধোলাই হওয়ার পর পরাজয় দিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল। আজ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড নারী দলের কাছে ৮ উইকেটে হেরেছে নিগার বাহিনী। আগামী ১৪ ডিসেম্বর নেপিয়ারে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ওয়েলিংটনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ।

শুরু থেকেই ব্যাটিংধস। ১০ রানে নেই ২ উইকেট। শুরুর ধাক্কা সামাল দিয়েছিলেন আরেক ওপেনার শারমিন আকতার ও অধিনায়ক নিগার সুলতানা। তৃতীয় উইকেটে ৬৪ রানের জুটিও গড়েন তারা। শারমিন ২৯ রানে ফিরলেও চতুর্থ উইকেটে লতা মন্ডলকে সাথে নিয়ে ৫৫ রান যোগ করেন নিগার।
৪২তম ওভারে দলীয় ১২৯ রানে চতুর্থ ব্যাটার হিসেবে আউট হন লতা। ২২ রান করেন তিনি। ইনিংসের শেষ ৫ ওভারে দ্রুত রান তুলতে পারেনি বাংলাদেশ। এ সময় ৪ উইকেটের বিনিময়ে ওঠে মাত্র ২৮ রান। ৫০ ওভারে ৮ উইকেটে ১৮০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ১৩৩ বলে ৪টি চার ও ১টি ছক্কায় সর্বোচ্চ ৭৩ রান করেন নিগার। শেষ দিকে রিতু মনি ৯ বলে ১৫ রান করেন।

রান তাড়ায় নেমে উদ্বোধনী জুটেিতই ৫০ রান তুলে ফেলে নিউজিল্যান্ড। নবম ওভারে নিউজিল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানেন পেসার জাহানারা আলম। পরপর দুই বলে ওপেনার সোফি ডিভাইনকে ২১ ও তিন নম্বরে নামা অ্যামেলিয়া কারকে খালি হাতে বিদায় করেন। তবে তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৩১ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন সুজি বেটস ও ম্যাডি গ্রিন। বেটস ৯৩ ও গ্রিন ৫৯ রানে অপরাজিত থাকেন। ৩২ রানে ২ উইকেট নেন জাহানারা।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ