1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
নিউজিল্যান্ডের সাথে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ - DeshBideshNews
November 25, 2024, 1:33 pm
 

নিউজিল্যান্ডের সাথে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • Update Time : Tuesday, November 28, 2023
  • 109 Time View
নিউ জিল্যাল্ডের সাথে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ঘরের মাঠে বাংলাদেশ শেষ টেস্ট খেলেছে গত জুনে আফগানিস্তানের বিপক্ষে। সেই টেস্ট সিরিজের স্কোয়াডে রাখা হয়েছিল শাহাদাত হোসেন দিপুকে। যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের মাথায় সেবার টেস্ট ক্যাপ ওঠেনি। সেই অপেক্ষা ফুরাল সিলেটে।

২১ বছর বয়সী শাহাদাতের ২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। ২০২০ সালে যুব বিশ্বকাপ জিতেছিলেন মিডল অর্ডার ব‌্যাটসম‌্যান। ঠাণ্ডা মাথায় ব‌্যাটিং করতে পারেন বলে নির্বাচকদের নজর কেড়েছেন। ব‌্যাটিং পরিসংখ‌্যানও প্রশংসনীয়। ২২টি প্রথম শ্রেণির ক্রিকেট ম‌্যাচে ১৩৮৩ রান করেছেন ২টি সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরিতে। টেস্ট ম্যাচ খেলতে যে মানসিকতা, যেমন ধৈর্য্য প্রয়োজন তার সবটুকুই রয়েছে শাহাদাতের ঝুলিতে। নিজের শক্তি, সামর্থ্য এবার বড় মঞ্চে দেখানোর পালা তার।

বাংলাদেশের একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, মুশফিকুর রহিম, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, টিম সাউদি (অধিনায়ক) ও আজাজ প্যাটেল।

দুই ম্যাচের টেস্টের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের আমন্ত্রণে ফিল্ডিং করবে বাংলাদেশ নিউ জিল্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল নয়টায় ম্যাচটি শুরু হবে।

দীর্ঘদিন পর সাদা পোশাকে মাঠে নামছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে বাংলাদেশের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। কিউইদের বিপক্ষে ম্যাচ দিয়ে পাঁচ মাস পর লাল বলের ক্রিকেটে লড়াইয়ে নামছে নাজমুল হোসেন শান্তর দল। দুই টেস্টের এই সিরিজ দিয়ে আরেকটি টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৩-২০২৫ চক্রে নিউ জিল্যান্ডেরও এটি প্রথম সিরিজ।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ